কটাক্ষ-ট্রোলিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন নুসরত জাহান। কিছু করলেই তা নিয়ে সমালোচনা-ট্রোল চলতেই থাকে। বিশেষ করে নুসরতের চেহারা নিয়ে প্রায়ই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি নায়িকা কিছু ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নুসরতের শরীর নিয়ে তাঁকে বিশ্রিভাবে ট্রোল করা শুরু হয়। যদিও এইসব ট্রোল নিয়ে কোনওদিনই নায়িকা মুখ খোলেননি।
নুসরত যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে গোলাপি রঙের জাম্পস্যুট পরে থাকতে দেখা গিয়েছে। খোলামেলা সেই জাম্পস্যুটে নুসরতের বক্ষ বিভাজিকা স্পষ্ট। ব্যাকলেস ড্রেসে একের পর এক পোজে ছবি তুলেছেন নুসরত। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করতেই প্রশংসার পাশাপাশি জুটল একের পর এক খারাপ মন্তব্য। নায়িকার স্তনের আকার নিয়ে নেটিজেনদের একাংশ তীব্রভাবে তাঁকে কটাক্ষ করেন। তবে এই প্রথম নয়, এর আগেও নুসরতকে তাঁর শরীরের অঙ্গ নিয়ে ট্রোল করা হয়েছিল।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারকারা ছবি পোস্ট করলেও অনেক সময় পড়তে হচ্ছে সমস্যায়। তাঁরা যেটাই পোস্ট করুন না কেন তাঁদের মাঝে মাঝেই নানা সমালোচনা নানা কটূক্তির মুখে পড়তে হচ্ছে। তাছাড়াও তাঁদের নিয়ে ট্রোল করতে ছাড়েন না নেটিজেনরা। সেই তালিকাতেই রয়েছেন নুসরত জাহান। যাঁকে ট্রোল করতে ছাড়েন না নেটিজেনরা। নায়িকার ছবি দেখে শুরু হয়ে যায় নানা সমালোচনা। নানা ভাবে কটাক্ষ করা হয় তাঁকে। তাঁর পোশাক, সাজ ও তাঁকে দেখতে কেমন লাগছে তা নিয়ে কথা বলতে ছাড়েনি তাঁর অনুরাগীরা।
বড়পর্দায় সেভাবে দেখা যায় না নুসরত জাহানকে। তবে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের রক্তবীজ ২ সিনেমায় নুসরতের আইটেম নাচ ঝড় তুলেছে নেটপাড়ায়। দুদিন আগেই যশের জন্মদিন উপলক্ষ্যে আদুরে পোস্ট করেন নায়িকা। যশের সঙ্গে অদেখা ছবি শেয়ার করেছেন নায়িকা। যশকে ভালোবেসে মাথা ব্যথার কারণ বলেছেন তিনি। নুসরত তাঁর ছবি বা ভিডিওতে অশালীন মন্তব্যের কোনও জবাব দেননি।