Advertisement

Payel Mukherjee: 'পুরুষের হাত থেকে বাঁচতে স্প্রে...', আত্মরক্ষার জন্য যা করলেন অভিনেত্রী পায়েল

Payel Mukherjee: আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শহরজুড়ে চলছে প্রতিবাদ। মেয়েরা কতটা নিরাপদ, এই নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে রাজ্য-প্রশাসন। আর তারই মাঝে ফের শহরের রাস্তায় ঘটে গেল হেনস্থার ঘটনা। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে এক যুবক চড়াও হয়ে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেন।

পায়েল মুখোপাধ্যায়
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 1:34 PM IST
  • ফের শহরের রাস্তায় ঘটে গেল হেনস্থার ঘটনা।

আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শহরজুড়ে চলছে প্রতিবাদ। মেয়েরা কতটা নিরাপদ, এই নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে রাজ্য-প্রশাসন। আর তারই মাঝে ফের শহরের রাস্তায় ঘটে গেল হেনস্থার ঘটনা। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে এক যুবক চড়াও হয়ে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেন। সেই নিয়ে অভিনেত্রী ফেসবুক লাইভে এসে গোটা ঘটনাটা বর্ণনা করেন। ভিডিও দেখা মাত্র এসিপি লালবাজার অলোক সান্যাল তাঁকে সুরক্ষা দেওয়ার আশ্বাস জানান সোশ্যাল মিডিয়াতেই। টালিগঞ্জ থানার পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

এই ঘটনার পর পায়েলের সঙ্গে কথা বলে bangla.aajtak.in। অভিনেত্রী বলেন, একদমই নিরাপদ অনুভব করছি না, এটা আমাদের চেনা কলকাতা একেবারেই নয়। আমি যখন বাইরে বাইরে কাজ করি তখন আমি সকলকে বলি যে কলকাতা মেয়েদের জন্য খুবই নিরাপদ শহর। আমি জীবনে কোনওদিন ইভটিজিংয়ের শিকারও হইনি। আর এরকম একটা ঘটনার মুখোমুখি হওয়ার পর মনে হচ্ছে চারপাশটা কেমন বদলে গিয়েছে। এই ধরনের অপরাধমনস্ক মানুষদের যদি সঠিক বিচার না হয় তারা কিন্তু পেয়ে বসবে, যেটা আরজি করের ঘটনাতেও দেখছি আমরা। কালকের ওই অপরাধী তো পালানোর চেষ্টা করছিল, তারা তো ভাবে থানায় গেলে সবকিছু সেটলমেন্ট হয়ে যাবে আর সেই কারণেই এই অপরাধ বেড়ে চলেছে।  

কালকের ঘটনার পর নিজে নিরাপদ থাকতে কী করবেন? পায়েল বলেন, 'কালকের ঘটনর পর থেকে আমি নিজেই আর রাতে একা বা কোনও নির্জন স্থানে একা যাওয়ার সাহস করব না। যা পরিস্থিতি এখন দেখছি। আমাকে আমার বন্ধুরাও বলল যে ওই পেপার স্প্রে কেন আমি সঙ্গে রাখি না। আসলে সবই শুনি, সবই জানি, সোশ্যাল মিডিয়ায় পোস্টও করি কিন্তু নিজে কোনওদিন ব্যবহার করিনি। আজকে সকালেই অনলাইনে পেপার স্প্রে অর্ডার করে দিয়েছি। এগুলো সবসময় কাছে না রাখলে আমরা বাঁচতে পারব না।' পায়েল সহ তাঁর পরিবারও মেয়েকে নিয়ে আতঙ্কেই আছেন। অভিনেত্রী বলেন, 'এই ঘটনার পর আমার সঙ্গে আমার পরিবারও আতঙ্কিত। আমার বাবা বলেছে এই একজনকে দিয়ে বিচার করো না। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই বাবা বলল বাকিরাও তো আমায় সাহায্য করেছে, পুলিশও সহাযোগিতা করেছে। তবে কিছু ব্যক্তি, যাদের মধ্যে এই অপরাধ প্রবণতা রয়েছে, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে, যেহেতু শাস্তি হচ্ছে না। এটাকে কড়া হাতে দমন করতে পারছে না। তারা কিন্তু খোলামেলাভাবেই সামনে চলে আসছে।'

Advertisement

পায়েল জানিয়েছেন, শুক্রবার  দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পায়েল। আচমকাই দ্রুত গতিতে একটি বাইক এসে পড়ে। সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর দাবি, এর পরেই ওই বাইক আরোহী চড়াও হন। তাঁকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। আতঙ্কিত পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে ঘুষি মেরে তাঁর গাড়ির জানলার কাচ ভেঙে দেন ওই যুবক। ভাঙা কাঁচের মধ্যে গাড়িতেই বসেছিলেন পায়েল। অল্পবিস্তর আহত হয়েছিলেন তিনি। এরপর ওখানকার স্থানীয়রা এগিয়ে আসার পরই পায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ঘটনাস্থল থেকেই পায়েল ফেসবুকে লাইভ করে গোটা ঘটনাটি জানান এবং তিনি যে বেশ আতঙ্কে রয়েছেন সেটা জানাতেও ভোলেননি। এরপরেই তিনি টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পায়েলের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন ওই যুবক। কলকাতা পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাইক আরোহী আলিপুর কম্যান্ড হাসপাতালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে কর্মরত। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement