
টেলিপাড়ার চেনা মুখ প্রিয়াঙ্কা মিত্র। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রিয়াঙ্কার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। ইন্ডাস্ট্রির হান্ডসম হাঙ্ক শুভ্রজিৎ সাহার সঙ্গে প্রেম করছেন চুটিয়ে। আইনি বিয়ে গত বছরের অক্টোবরেই তাঁরা সেরে ফেলেছিলেন, শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়েও করবেন। তবে এরই মাঝে শুভ্রজিৎ-এর আঘাত লাগার খবর সামনে এল।
সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শুভ্রজিৎ-এর সঙ্গে। যেখানে অভিনেতার নাকের ওপর ছোট্ট ব্যান্ডেজ রয়েছে। দুজনে বেশ কয়েকদিন পর যে একসঙ্গে বেড়িয়েছেন তা প্রিয়াঙ্কা তাঁর পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন। প্রিয়াঙ্কা এই ছবিগুলো পোস্ট করে লেখেন, একাধিক সেলাই, কঠিন শ্যুটিং, সুস্থ হয়ে ওঠা এবং ৮ দিন পর আমার মানুষটি শেষপর্যন্ত সিদ্ধান্ত নিল যে হাসবে। বিগত বেশ কয়েকদিন চড়াই-উৎরাইয়ের মধ্যে গিয়েছে, কিন্তু জীবন তো চলবেই।
প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে স্পষ্ট যে শুভ্রজিৎ বড় কোনও দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর তার জন্য তিনি নাকে চোট পান। তবে কী জন্য দুর্ঘটনা, শ্যুটিং করতে গিয়ে কোনওভাবে চোট পেয়েছেন কিনা, সেটা প্রিয়াঙ্কার পোস্টে স্পষ্ট নয়। শুভ্রজিতের আঘাত যে নায়িকাকেও বিচলিত করে তুলেছিল, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের পরিচয় বহুদিনের। সেই পরিচয়ই প্রেমে পরিণত হয়।
গত বছর অক্টোবরে আইনি বিয়ে ও বাগদান পর্ব সারেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। আইনি বিয়েতে এই জুটিকে খুবই সুন্দর লাগছিল। এবার তাঁদের আনুষ্ঠানিক বিয়ের পালা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। তবে এখনও দিনক্ষণ জানা যায়নি। যদিও কিছুদিন আগে টেলিপাড়ার এক অভিনেতার মেয়ের অন্নপ্রাশনে গিয়ে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় যে তিনি আইবুড়োভাত খেতে খেতে উঠে এসেছেন। যার অর্থ বিয়ের আগেই তাঁর এই রীতি শুরু হয়ে গিয়েছে।
বহুদিন ধরে বাংলার সিরিয়ালের অঙ্গ প্রিয়াঙ্কা। ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘চিনি’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অন্যদিকে ‘রাখিবন্ধন’ সিরিয়ালের মাধ্যমে টেলিপাড়ার সফর শুরু করেন শুভ্রজিৎ। ধারাবাহিকে বন্ধনের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এর পর ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে শুভ্রজিৎ অভিনয় করেন যদুনাথের চরিত্রে। নয়নতারা সিরিয়ালে শুভ্রজিতের অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। প্রিয়াঙ্কাকে এখন দেখা যাচ্ছে রাজ রাজেশ্বরী রানী ভবানী-তে পরমেশ্বরীর চরিত্রে।