প্রেমে গদগদ ঋতাভরী চক্রবর্তী। একেবারে সিনেমার গল্পের মতোই তাঁর রিয়্যাল লাইফের রোম্যান্স। সোশ্যাল মিডিয়ার রিলসে অথবা কোনও সিনেমার দৃশ্যে দেখেই থাকবেন যে মনের মানুষকে বিমানবন্দরে দেখে দূর থেকে দৌঁড়ে এসে জড়িয়ে ধরলেন তাঁর প্রেমিকা। চারপাশে লোকজন দেখলেও থোড়াই কেয়ার। আর এমনটাই ঘটে গেল ঋতাভরীর জীবনেও। বিমানবন্দরে তাঁর মনের মানুষ সুমিত অরোরাকে দেখে ঋতাভরী তাঁকে জড়িয়ে ধরলেন। আর সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হল মোবাইলে।
সদ্যই মুম্বইতে সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। মাঝে মধ্যেই তিনি মুম্বইতে সুমিতের সঙ্গে গিয়েও থাকেন। আর এবার বিমানবন্দরে তাঁকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। সুমিতকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন ঋতাভরী। আর সেই আলিঙ্গন বেশ দীর্ঘ। এই ভিডিও শেয়ার করে ঋতাভরী লেখেন, 'প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম-আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর-প্রতিবারের মূল্য যেন...৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।'
গত বছরের দিওয়ালির সময়ই সুমিত অরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। আর কিছুদিন আগেই এনগেজমেন্টও সেরে নিয়েছেন সুমিত ও ঋতাভরী। বিগত বেশ কয়েক বছর ধরেই একে-অপরকে চেনেন তাঁরা। ২০১৭ সালে নেকেড শর্টফিল্ম নিয়ে ব্যস্ত ঋতাভরী। সুমিত ব্যস্ত হোয়াইট শার্ট নিয়ে। দু’টি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’-এর তালিকায় উঠে আসে। সেই সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয়। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কথাবার্তা হত দু’জনের। এরপর ‘পরী’ ছবির শুটিংয়ের সময় মুম্বইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনও কলকাতার অলিগলি, আবার কখনও শান্তিনিকেতনে দেখা হয়েছে দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত।
বৈশাখেও যে তাঁদের জীবনে ভরা বসন্ত তা এই ভিডিও না দেখলে বোঝা যাবে না। এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী-সুমিত। খুব কাছের কয়েকজনকে নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন তাঁরা। তবে কলকাতায় এসে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের নিয়ে গ্র্যান্ড রিসেপশন করবেন। এর আগে ঋতাভরী সম্পর্কে জড়িয়েছিলেন মনোবিদ তথাগত চট্টোপধ্যায়ের সঙ্গে।