Advertisement

Rituparna Sengupta: টাইমস স্কোয়্যারে বাঙালির দুর্গাপুজো, এ বছরের 'ফেস' ঋতুপর্ণা, ঘোষণা মেয়রের

Rituparna Sengupta: কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক ক্ষেত্রেও যে বড় ভূমিকা পালন করেছে, তা অজানা নয় কারোর কাছেই। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার শারদীয় উৎসবকে আবহমান ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে। এবার দুর্গোৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরতে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এ বছর ‘ফেস অফ বেঙ্গল’ হিসাবে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে উপস্থিত থাকবেন।

ঋতুপর্ণা সেনগুপ্তঋতুপর্ণা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এ বছর ‘ফেস অফ বেঙ্গল’ হিসাবে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে উপস্থিত থাকবেন।

কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক ক্ষেত্রেও যে বড় ভূমিকা পালন করেছে, তা অজানা নয় কারোর কাছেই। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার শারদীয় উৎসবকে আবহমান ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে। এবার দুর্গোৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরতে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এ বছর ‘ফেস অফ বেঙ্গল’ হিসাবে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে উপস্থিত থাকবেন। এ বার সেখানে দুর্গাপুজোর আসরে তাঁকে যেমন দেখা যাবে তেমনই তাঁর উপস্থিতি টাইম স্কোয়্যারের সুবিশাল পর্দাতেও দেখা যাবে। সোমবার কলকাতা পুরসভা আয়োজিত কলকাতাশ্রী প্রাকপর্ব পুরস্কারের অনুষ্ঠানে এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। 

মেয়র ফিরহাদ হাকিম এই ঘোষণা করার পরই ঋতুপর্ণা বলেন, 'আমি এমন কোনও কাজ করে যেতে চাই, যেটা আমি বাংলার বাইরেও নিয়ে যেতে চাই এবং সেইজন্য টাইম স্কোয়ারে এত বড় দুর্গাপুজো হচ্ছে সেখানে আমি ফেস আর টাইম স্কোয়ারে প্রচুর মানুষ পছন্দ করে এই দুর্গাপুজোকে। তাঁরা আনন্দ করে। বহু মানুষকে আহ্বান জানানো হয়েছে।' অভিনেত্রী আরও বলেন, 'সিনেমায় দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বহু ছবিতে অভিনয় করেছি যার মাধ্যমে আমরা দুর্গাপুজোকে আহ্বান করেছি। দূর্গাপুজোর বিশেষ বিশেষ দৃশ্য এবং অনুভূতি আমরা তুলে ধরেছি।' ফিরহাদ এ প্রসঙ্গে জানিয়েছেন, ঋতুপর্ণা অত্যন্ত উচ্চমানের অভিনেত্রী, তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অভিনেত্রী এই দায়িত্ব ভালভাবে পালন করবেন বলেই আশা মেয়রের। 

টাইম স্কোয়ার দুর্গাপুজোর মিউজিক ভিডিও শ্যুটও হয়েছে বেশ কয়েকদিন আগে। যেখানে ঋতুপর্ণা ছাড়াও দেখা গিয়েছে দেবলীনা, সৌরভ, শ্রীময়ীদের। মঙ্গলবার সেই মিউজিক ভিডিও মুক্তি পাবে। প্রসঙ্গত, একই অনুষ্ঠান থেকে কলকাতা পুরসভার 'কলকাতা শ্রী' দুর্গা পূজা প্রতিযোগিতা ২০২৫-এর আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। কলকাতা শহরের সমস্ত পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। পুজোয় বিভিন্ন পুরস্কারে থাকবে আর্থিক মূল্য। মেয়র এবং মেয়র পারিষদদের পুজো এই প্রতিযোগিতার বাইরে।

Advertisement

গত বছর থেকেই নিইইয়র্কের ব্যস্তবহুল টাইমস স্কোয়ারে দুর্গাপুজো শুরু হয়েছে। গত বছর ব্যস্ত রাস্তার ঠিক মাঝখানে একটি প্যান্ডেল নির্মাণ করে সেখানে প্রতিষ্ঠিত হয় দেবীমূর্তি। তার পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি স্টেজ। গত বছর এই পুজোর একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার টাইমস স্কোয়ার একদিকে যেমন বিখ্যাত বিনোদন দুনিয়ার হাব, তেমনই অন্যদিকে বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই স্থানটি সারা বিশ্বের কাছেই একটি বিরাট আকর্ষণ। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভ্রমণের জন্য আসেন, শুধুমাত্র স্থানটির সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করতে। সেই টাইমস স্কোয়ারের ঠিক মাঝখানেই প্রবাসী বাঙালিরা আয়োজন করছেন দুর্গাপুজোর, যা এই বছর দ্বিতীয় বছরে পড়ল।   

Read more!
Advertisement
Advertisement