Advertisement

Rukmini Maita: দশ বছর পর দেব-শুভশ্রী 'কাছাকাছি', এবার রুক্মিণী মুখ খুললেন

Rukmini Maita: ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। দশ বছরের অপেক্ষার অবসান। দেব-শুভশ্রীকে বড়পর্দায় জুটিতে দেখার জন্য বহু বছরের অপেক্ষার ইতি হল। যদিও তার আগেই এই ছবির ট্রেলার লঞ্চের দিনই দেব-শুভশ্রীকে মঞ্চে একসঙ্গে দেখে দর্শকের উত্তেজনার পারদ রীতিমতো ঊর্ধ্বে ছিল। আর তারপর ছবি মুক্তির আগের দিন বড়মার মন্দিরে দেব-শুভশ্রীকে দেখে বোঝাই গেল এবার তাঁদের মান-অভিমান সব দূর হয়েছে, শুরু হয়েছে নতুন বন্ধুত্বের।

দেব-শুভশ্রীকে নিয়ে কী বললেন রুক্মিণী?দেব-শুভশ্রীকে নিয়ে কী বললেন রুক্মিণী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 11:00 AM IST
  • কটাক্ষের শিকার হন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।

১৪ অগাস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। দশ বছরের অপেক্ষার অবসান। দেব-শুভশ্রীকে বড়পর্দায় জুটিতে দেখার জন্য বহু বছরের অপেক্ষার ইতি হল। যদিও তার আগেই এই ছবির ট্রেলার লঞ্চের দিনই দেব-শুভশ্রীকে মঞ্চে একসঙ্গে দেখে দর্শকের উত্তেজনার পারদ রীতিমতো ঊর্ধ্বে ছিল। আর তারপর ছবি মুক্তির আগের দিন বড়মার মন্দিরে দেব-শুভশ্রীকে দেখে বোঝাই গেল এবার তাঁদের মান-অভিমান সব দূর হয়েছে, শুরু হয়েছে নতুন বন্ধুত্বের। দুজনেই লাল রঙের ম্যাচিং পোশাকে মন্দিরে এসেছিলেন। আর তারপর থেকেই দেব-শুভশ্রীর এই বন্ধুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। কটাক্ষের শিকার হন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। যা একেবারেই পছন্দ হয়নি দেবের। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন দেব। তিনি রাজ ও রুক্মিণীর কাছে ক্ষমা চেয়েছিলেন। এবার এই নিয়ে মুখ খুললেন রুক্মিণী। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এক সংবাদমাধ্যমের কাছে রুক্মিণী বলেন, আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হেসেছি। আপনারা চালিয়ে যান। আমাদের ছবি হিট করেছে, তাই সব চলতে পারে, কোনও সমস্যা নেই। দেবকে কোনও দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব-শুভশ্রীকে একসঙ্গে এতবছর পর দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে যা হচ্ছে, তা কোনওভাবেউ রুক্মিণীকে প্রাভাবিত করতে পারেনি বলেই জানিয়েছেন দেবের প্রেমিকা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

রুক্মিণীর কথায়, আমরা ২০২৫-এ দাঁড়িয়ে সবাই পেশাদারিত্বটা বুঝি। তাই এই প্রশ্নগুলো উঠতেও পারে না। কার সম্পর্কের কী সমীকরণ সেটা দেখে তো বোঝা যায় না, একটা ছবির জন্য যে পেশাদারিত্ব দেখানো হয়েছে সেটাকে অন্য ভাবে দেখলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হবে। মজা ইয়ার্কি সব আছে, কিন্তু যাঁরা এই সব নিয়ে এরকম ভাবে ভাবছেন, তাঁরা হয়তো মানসিক ভাবে অনেকটা পিছিয়ে। বড়মার মন্দিরে শুভশ্রীর সঙ্গে একসঙ্গে দেখা গেলেও দেব কিন্তু তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নামে পুজো দেওয়ার পাশাপাশি রুক্মিণীর নামেও পুজো দেন। 

Advertisement

মাঝে রুক্মিণী ও দেবের মধ্যে ব্যক্তিগত কারণে মনোমালিন্য হলেও তা এখন আপাতত ঠিক আছে। সম্প্রতি রুক্মিণীর পরিবারে ঘটে গিয়েছে বিরাট অঘটন। তাঁর দাদু মারা যায়। দাদুকে হারিয়ে শোকস্তব্ধ নায়িকা। ঘনিষ্ঠ সূত্রে খবর, দাদুর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন নায়িকা। এতদিন তিনি মুম্বইতে ছিলেন। যে কারণে রুক্মিণী কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন। স্টুডিও পাড়ার খবর, পাকাপাকি ভাবে নাকি মুম্বইয়েই থাকছেন তিনি। হিন্দি ছবির ওয়ার্কশপও নাকি করছেন। তবে নায়িকার তরফে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Read more!
Advertisement
Advertisement