Advertisement

Tollywood Gossip: 'ধূমকেতু'-'রঘু ডাকাত' নিয়ে ব্যস্ত দেব, মুম্বইতে অসুস্থ রুক্মিণী

Tollywood Gossip: 'ধূমকেতু'র অভূতপূর্ব সাফল্য সঙ্গে আবার রঘু ডাকাত-এর প্রচার প্রস্তুতি সব মিলিয়ে দারুণ ব্যস্ত টলিপাড়ার সুপারস্টার দেব। তার ওপর সোশ্যাল মিডিয়া জুড়ে দেব-শুভশ্রীর নতুন বন্ধুত্বের সূচনা নিয়ে একের পর এক মিম, পোস্টে ছয়লাপ। এখানেই শেষ নয়, দেব-ইধিকার সম্পর্ক নিয়েও ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন। আর এরই মাঝে রুক্মিণীকে একেবারেই সময় দিতে পারছেন না সুপারস্টার।

অসুস্থ রুক্মিণীঅসুস্থ রুক্মিণী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 12:35 PM IST
  • এবার ফের ধুম জ্বরে কাবু হলেন দেব-প্রেয়সী রুক্মিণী।

'ধূমকেতু'র অভূতপূর্ব সাফল্য সঙ্গে আবার রঘু ডাকাত-এর প্রচার প্রস্তুতি সব মিলিয়ে দারুণ ব্যস্ত টলিপাড়ার সুপারস্টার দেব। তার ওপর সোশ্যাল মিডিয়া জুড়ে দেব-শুভশ্রীর নতুন বন্ধুত্বের সূচনা নিয়ে একের পর এক মিম, পোস্টে ছয়লাপ। এখানেই শেষ নয়, দেব-ইধিকার সম্পর্ক নিয়েও ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন। আর এরই মাঝে রুক্মিণীকে একেবারেই সময় দিতে পারছেন না সুপারস্টার। মাঝে বেশ কয়েকমাস অসুস্থতার মধ্যে দিয়েই গিয়েছেন অভিনেত্রী। এবার ফের ধুম জ্বরে কাবু হলেন দেব-প্রেয়সী রুক্মিণী। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই জানালেন তাঁর অসুস্থতার খবর।

রুক্মিণী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর চোখ-মুখ বসে গিয়েছে, ক্লান্তির ছাপ স্পষ্ট। পরনে গোলাপি রঙের পোশাক, হাতের হিরের আংটি একেবারে জ্বলজ্বল করছে। এই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে রুক্মিণী লিখলেন, ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। সঙ্গে নায়িকা এও জানিয়েছেন যে তাঁর ১০২ ডিগ্রি জ্বর। একদিকে যখন দেবের উন্নতি আকাশ ছুঁয়ে ফেলছে ঠিক সেই সময়ই একের পর এক অসুস্থতায় ভুগছেন দেবের প্রেমিকা রুক্মিণী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কলকাতার আস্তানা ছেড়ে এখন পাকাপাকিভাবে মুম্বইতেই থাকছেন রুক্মিণী। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাঁকে কাটাতে হয় মায়ানগরীতে। মাঝে রুক্মিণীর রাগ ভাঙাতে দেবও গিয়েছিলেন মুম্বইতে। দেবের সময় ভাল গেলেও এখন রুক্মিণীর সময়টা ভাল যাচ্ছে না। কখনও পায়ে চোট পাচ্ছেন আবার কখনও বা ব্য়স্ততার কারণে ভুগতে হচ্ছে। কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। তার ওপর টলিপাড়ায় জোর গুঞ্জন, মান-অভিমানের পালা চলছে দেব ও রুক্মিণীর মধ্যে। যদিও তারকা যুগল এইসব নিয়ে কারোর কাছে কিছু বলতে নারাজ। 

প্রসঙ্গত, দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো ছবি 'ধূমকেতু'র মুক্তির সময় থেকে রুক্মিণীকে আলোচনা বেড়েছে। দর্শকের একাংশের দাবি, দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বিশেষ বান্ধবী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন তিনি দশ বছর আগেই ধূমকেতু ছবিটি দেখে নিয়েছেন। রুক্মিণী সঙ্গে এও জানিয়েছেন যে বাইরের কোনও আলোচনা তাঁর ও দেবের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলে না। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর আরও কোনও ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি বিভিন্ন চিত্রনাট্য পড়ছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement