Advertisement

Shruti Das: 'শরীর দেখানোর দরকার নেই', শ্রুতির পোস্টে কীসের ইঙ্গিত?

Shruti Das: টেলিভিশনের চেনা মুখ শ্রুতি দাস। তাঁর অভিনয় বরাবরাই দর্শকদের নজর কেড়েছে। ছোটপর্দা থেকেই উত্থান শ্রুতির। ইতিমধ্যেই বড়পর্দা ও ওটিটিতে ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। বিগত বেশ কয়েকদিন ধরেই পোশাক বিতর্কে সরগরম টেলিভিশন ইন্ডাস্ট্রি। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পোশাক নিয়ে করা মন্তব্যকে ঘিরে চর্চা তুঙ্গে।

শ্রুতি দাসশ্রুতি দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 11:21 AM IST
  • টেলিভিশনের চেনা মুখ শ্রুতি দাস।

টেলিভিশনের চেনা মুখ শ্রুতি দাস। তাঁর অভিনয় বরাবরাই দর্শকদের নজর কেড়েছে। ছোটপর্দা থেকেই উত্থান শ্রুতির। ইতিমধ্যেই বড়পর্দা ও ওটিটিতে ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। বিগত বেশ কয়েকদিন ধরেই পোশাক বিতর্কে সরগরম টেলিভিশন ইন্ডাস্ট্রি। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পোশাক নিয়ে করা মন্তব্যকে ঘিরে চর্চা তুঙ্গে। শ্বেতা কোনওদিনই খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ নন। তাঁর স্পষ্ট কথা, তিনি এখানে শরীর দেখিয়ে প্রতিভা বেচতে আসেননি। অভিনেত্রীর এই মন্তব্যেই ঝড় ওঠে টেলি দুনিয়ায়। এবার শ্বেতার কথা শোনা গেল শ্রুতির মুখেও। অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টে মিলল সেরকমই ইঙ্গিত।

প্রায় ২ বছর পর টেলিভিশনে কামব্যাক করছেন শ্রুতি। আরাত্রিকা মাইতির সঙ্গে জোয়ার ভাটা সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। সেই সিরিয়ালে তাঁর চরিত্রের কিছু লুকসের ছবি শেয়ার করেন অভিনেত্রী। আর সেখানেই শ্রুতি ক্যাপশনে লেখেন, 'আমি রানি এবং আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কী। আমার যা প্রয়োজন তার সবকিছুই আমার আছে। তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার।' অভিনেত্রী আরও লেখেন, 'আমি হলাম সেই সিংহী, যে বাকিদের জন্য লড়াই করেছিল। আমি সেই ফিনিক্স যে ছাই থেকে উঠে এসেছে। নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। আমি তোমার চোখের সুন্দর সাজ নই। আমি তোমার আত্মার খাবার। আমি আমার বুদ্ধি দিয়ে তোমার মন পড়তে পারি। আমি আমার খেলার নিয়ম বদলেছি। সময়ের সঙ্গে ভাগ্যও বদলে যায়। ভালোবাসতে থাকো।'

শ্রুতির এই কথাগুলোর সঙ্গে অনেকে শ্বেতার মন্তব্যের মিল পেলেও এমনটা অভিনেত্রী বলতে চাননি। বরং তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। প্রসঙ্গত, এর আগে শ্রুতিকে বহুবার তাঁর গায়ের রং নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সপাটে জবাব দিয়েছেন নায়িকা। এমনিতে সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন অভিনেত্রী। নিজের যেটা মনে হয় সেভাবেই তিনি চলতে ভালোবাসেন। গত বছরই আমার বস সিনেমায় ডেবিউ করে বড়পর্দায় পা রেখেছেন শ্রুতি। শুধু তাই নয়, শিবপ্রসাদ-নন্দিতা রায়ের পরবর্তী ছবি ভানুপ্রিয়া ভাতের হোটেল ছবিতেও অভিনয় করছেন তিনি। 

Advertisement

এরই মাঝে সিরিয়ালে কামব্যাক করলেন শ্বেতা। ছোটপর্দা দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। প্রায় দুবছরের বিরতি কাটিয়ে সিরিয়ালে ফিরেছেন শ্রুতি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে রাঙা বউ সিরিয়ালে। এর আগে ত্রিনয়নী, দেশের মাটি সিরিয়ালে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী। 

   

Read more!
Advertisement
Advertisement