Advertisement

Soumitrisha Kundu: বৃন্দাবনে শিবরাত্রি পালন সৌমিতৃষার, মহাদেবকে কী কথা দিলেন নায়িকা?

Soumitrisha Kundu: ঈশ্বর ভক্তি তাঁর মধ্যে যে প্রবল সে কথা অজানা কারোরই নয়। সব পুজোই খুবই ভক্তি সহকারে করে থাকেন সৌমিতৃষা কুণ্ডু। কৃষ্ণপ্রেমে পাগল হলেও শিবের পুজোও যে ভক্তিভরে করে থাকেন তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। এই বছরের শিবরাত্রি মিঠাই রানির কাছে একটু বিশেষ।

সৌমিতৃষা কুণ্ডুসৌমিতৃষা কুণ্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 6:23 PM IST
  • ঈশ্বর ভক্তি তাঁর মধ্যে যে প্রবল সে কথা অজানা কারোরই নয়।

ঈশ্বর ভক্তি তাঁর মধ্যে যে প্রবল সে কথা অজানা কারোরই নয়। সব পুজোই খুবই ভক্তি সহকারে করে থাকেন সৌমিতৃষা কুণ্ডু। কৃষ্ণপ্রেমে পাগল হলেও শিবের পুজোও যে ভক্তিভরে করে থাকেন তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। এই বছরের শিবরাত্রি মিঠাই রানির কাছে একটু বিশেষ। কারণ অভিনেত্রী এখন বৃন্দাবনে রয়েছেন, আর সেখানেই শিবরাত্রি পালন করলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করতে ভুললেন না দেবের নায়িকা। 

মিঠাই ধারাবাহিকের সৌজন্যে বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। অভিনয় প্রতিভার জেরে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। প্রথম ছবি প্রধানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের সুবর্ণ সুযোগ পেয়েছেন। রুমি-র চরিত্রে আরও একবার দর্শকের দিল জিতে নিয়েছেন সকলের প্রিয় মিঠাইরানি। মুক্তির অপেক্ষায় আসন্ন ছবি ১০ই জুন। কিছুদিন আগেই ছিল সৌমিতৃষার জন্মদিন। আর তার আগেই মা-বাবাকে নিয়ে বৃন্দাবনে চলে এসেছেন তিনি। আর এখানে শিবরাত্রি কাটিয়ে কলকাতায় ফিরবেন অভিনেত্রী। 

বৃন্দাবনে কোনও একটি শিব মন্দিরে গিয়েছেন পুজো দিতে। সেখান থেকে ছবি পোস্ট করেন তিনি। হাতে পুজোর ডালা নিয়ে সৌমিতৃষা। এদিন তিনি সাদা রঙের চুড়িদার পরেছিলেন। ভক্তিভরে শিবের পুজো দিলেন তিনি। আর শিবরাত্রির দিন মহাদেবকে প্রতিশ্রুতি দিলেন তিনি চারধাম যাত্রা সম্পূর্ণ করবেন। সৌমিতৃষা লেখেন, 'শুভ মহাশিবরাত্রি পালন পবিত্র ধামে। কী যে অনুভূতি বলে বোঝাতে পারব না। এখানেই কথা দিয়েছি চারধাম যাত্রা সম্পূর্ণ করব। হর হর মহাদেব।' 

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ২৩ বছরে পা দিলেন সৌমিতৃষা। জীবনের এই দিনটিকে ভগবানের সেবায় নিয়োজিত করতে চান। সেই জন্য এবারেও জন্মদিনের আগেই বৃন্দাবন পৌঁছে গিয়েছিলেন সৌমিতৃষা। মিঠাই ধারাবাহিকে সৌমিতৃষার সর্বক্ষণের সঙ্গী ছিল গোপাল। সেটা শুধু রিল লাইফে নয়, রিয়েলেও গোপাল ভক্ত সৌমিতৃষা কুণ্ডু। গত তিনবছর ধরে নিজের জন্মদিন তিনি বৃন্দাবনেই কাটাচ্ছেন। জন্মদিনের দিন নিরামিষ খাবার খেয়েই পালন করেন। বৃন্দাবন সৌমিতৃষার মনের মতো একটা জায়গা। ওখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন। শহরে ফিরে এসে কাজ শুরু করবেন কালরাত্রি ২-এর। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement