Advertisement

Soumitrisha Kundu: বৃন্দাবনে কৃষ্ণ-প্রেমে মজে সৌমিতৃষা, জন্মদিন কেমন কাটল?

Soumitrisha Kundu: ছোটপর্দা থেকে উত্থান শুরু। তারপর বড়পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে এখন জনপ্রিয়তার শীর্ষে সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাই রানি। মিঠাই হয়ে আজও দর্শকদের মনের কোণে রয়েছেন সৌমিতৃষা। বড়পর্দা থেকে ওটিটি সবেতেই ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি।

সৌমিতৃষা কুণ্ডুসৌমিতৃষা কুণ্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2025,
  • अपडेटेड 11:27 AM IST
  • এখন জনপ্রিয়তার শীর্ষে সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাই রানি।

ছোটপর্দা থেকে উত্থান শুরু। তারপর বড়পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে এখন জনপ্রিয়তার শীর্ষে সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাই রানি। মিঠাই হয়ে আজও দর্শকদের মনের কোণে রয়েছেন সৌমিতৃষা। বড়পর্দা থেকে ওটিটি সবেতেই ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি। বরাবরই কৃষ্ণভক্ত সৌমিতৃষা। আর জন্মদিনের দিন ভগবান কৃষ্ণের সঙ্গেই কাটালেন। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সৌমিতৃষা তাঁর জন্মদিন বৃন্দাবনেই কাটাচ্ছেন। 

জন্মদিনের আগেই মা-বাবাকে নিয়ে এখানে চলে এসেছেন অভিনেত্রী। রাধা-কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে, প্রসাদ খেয়ে জন্মদিন কাটান দেবের নায়িকা। জন্মদিন বলে কথা আর কেক কাটবেন না তা কী করে হয়। তাই কেকও কাটলেন অভিনেত্রী। শিবরাত্রিও বৃন্দাবনেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি। সৌমিতৃষা কৃষ্ণ প্রেমে মুগ্ধ, এ কথা ইন্ডাস্ট্রির অজানা নয়। এ কথা আগেও তিনি বহু সাক্ষাৎকারেই বলেছেন। 

২৪ ফেব্রুয়ারি সৌমিতৃষা তাঁর জন্মদিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। প্রতিবারের মতো এ বছরও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের পুজোর সঙ্গে তিনি গোমাতার সেবাও করেন। অভিনেত্রীর খাবারের তালিকাতেও ছিল রকমারি নিরামিষ পদ। যদিও অভিনেত্রীর মাছ-মাংসের মতো আমিষ খাবারই বেশি পছন্দের, তারপরও বৃন্দবনে কাটানো জন্মদিনে নিরামিষ খাবারই বেছে নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছিলেন জন্মদিনে তাঁর হই হুল্লোড় একেবারেই পছন্দ নয়। তিনি পরিবারের সঙ্গেই তাঁর এই বিশেষ দিনটা কাটাতে পছন্দ করেন। 

বৃন্দাবন সৌমিতৃষার খুবই পছন্দের জায়গা। আর তাই এখানেই বার বার ছুটে আসেন তিনি। আগেও অভিনেত্রী জানিয়েছিলেন যে তাঁর বৃন্দাবনে একটা বাড়ি কেনার ইচ্ছে রয়েছে। যাতে যখন ইচ্ছে সেখানে চলে যেতে পারেন, হোটেলে থাকার প্রয়োজন পড়বে না, ফেরার কোনও তাড়া থাকবে না। মিঠাই সিরিয়াল দিয়েই সৌমিতৃষা রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। দুবছর আগে এই সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেবের প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান। এরপর রাতারাতি খ্যাতি চলে আসে সৌমিতৃষার ঝুলিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ১০ই জুন। ওটিটিতেও কালরাত্রি সিরিজের মাধ্যমে ডেবিউ করে ফেলেছেন তিনি। আর বৃন্দাবন থেকে ফিরেই শুরু হবে কালরাত্রি ২-এর শ্যুটিং। আপাতত বৃন্দাবনেই আছেন সৌমিতৃষা, শিবরাত্রির দিনও সেখানেই থাকবেন। বৃন্দাবনেই মহাদেবের আরাধনা করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement