Advertisement

Kanchan-Sreemoyee: কৃষভিকে মারধর পরিচারিকার, 'কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা', বললেন কাঞ্চন-শ্রীময়ী

Kanchan-Sreemoyee: সম্প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বাড়িতে ঘটে গিয়েছে অঘটন। গণেশ চতুর্থীর আগেই একরত্তি কৃষভির দেখভালের জন্য পরিচারিকা রাখা হয়েছিল। আর সেই পরিচারিকার হাতেই মার খেলে শ্রীময়ী-কাঞ্চনের কন্যা।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 11:38 AM IST
  • সম্প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বাড়িতে ঘটে গিয়েছে অঘটন।

সম্প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বাড়িতে ঘটে গিয়েছে অঘটন। গণেশ চতুর্থীর আগেই একরত্তি কৃষভির দেখভালের জন্য পরিচারিকা রাখা হয়েছিল। আর সেই পরিচারিকার হাতেই মার খেলে শ্রীময়ী-কাঞ্চনের কন্যা। সিসি ক্যামেরায় এই ঘটনা ঘরা পড়তেই শিউরে ওঠেন তারকা দম্পতি। সঙ্গে সঙ্গে সেই পরিচারিকাকে তাড়িয়ে দেওয়া হয়। শ্রীময়ী ও কাঞ্চনের মেয়েও এখন ভাল রয়েছেন। আর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। 

এক ছবির প্রিমিয়ারে এসে কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই বলেন যে এই ঘটনা খুবই অসম্মানজনক এ ন্যাক্কারজনক ঘটনা। কাঞ্চন বলেন, শুধু আমার বাড়ির সন্তান বলে নয়, যাঁদের বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে এবং যাঁরা আয়া সেন্টার থেকে আয়া বা পরিচারিকা নিচ্ছেন, তাঁরা প্রত্যেকে সতর্ক থাকুন। অপরদিকে, শ্রীময়ীও বলেন, এই ধরনের কোনও ঘটনা ঘটলে আয়া সেন্টারগুলিকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। একটা ফুলের মতো শিশুকে যে ক্ষতি করতে পারে, সে যে কোনও সময় একটা আসামি বা খুনী প্রমাণিত হতে পারে। শ্রীময়ী আরও বলেন, স্টেশন থেকে শুরু করে যে কোনও জায়গায় ব্যাঙের ছাতার মতো আয়া সেন্টার খুলে বসছে আর সেখানে চলে কমিশনের খেলা। কারোর আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য সঠিক নয়। 

কাঞ্চন এ প্রসঙ্গে বলেন, আমার সন্তানকে ঠিক করে দেখা তো দূরের, আমার বাড়ির রেকর্ডিং হচ্ছে। আমি সেই পরিচারিকার ফোন পরে ঘেঁটে দেখি যে কৃষভিকে নিয়ে রিল বানিয়েছে। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতাও একেবারে নেই তাঁদের। তবে কৃষভি এখন ভাল আছে বলেই জানিয়েছেন তারকা দম্পতি। ইতিমধ্যেই কাঞ্চন ও শ্রীময়ী পুলিশের দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, তারকা দম্পতির মেয়ে কৃষভিকে দেখাশোনা করার জন্য তাঁদের বাড়িতে সারাক্ষণই থাকেন শ্রীময়ীর মা। কৃষভিকে একফোঁটাও চোখের আড়াল হতে দেন না দিদা। আর এখন শ্রীময়ীরও শ্যুটের কাজ না থাকলে বাড়িতেই থাকেন তিনি। তবে একরত্তিকে একা হাতে সামলানো বেশ কঠিন কাজ। সেইসব ভেবেই এক পরিচারিকাকে রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। কিন্তু তারপরই যে এরকম বিপত্তি ঘটবে কে জানত। এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন, বিপত্তারিণী পুজোর জন্য কিছুদিন আগে তাঁর মা নিজের বাড়ি গিয়েছিলেন। আর সেদিন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেরই কাজ ছিল বাইরে।  

Advertisement

কৃষভিকে সেই পরিচারিকার কাছেই রেখে যান তাঁরা। বাড়িতে অবশ্য রয়েছে সিসি ক্যামেরা। কিন্তু সেই সিসিটিভিতেই ধরা পড়ে কৃষভিকে মারধর করছেন পরিচারিকা। শ্রীময়ী বলেন, মেয়ে কান্নাকাটি করছিল, দেখি মেয়েকে উপুড় করে মারছে। শ্রীময়ী এও জানিয়েছেন যে মেয়ের সঙ্গে খারাপ আচরণ শুধু নয়, বাড়ি থেকেও দামি জিনিস চুরি গিয়েছে। অভিনেত্রী এরপর আবাসনের নিরাপত্তারক্ষীর থেকে খোঁজখবর নেন। পরিচারিকাকে সঙ্গে সঙ্গে কাজ থেকে বের করে দেন শ্রীময়ী ও কাঞ্চন। এই ঘটনার পর নতুন পরিচারিকা রেখেছেন তাঁরা। 

Read more!
Advertisement
Advertisement