Advertisement

Kanchan-Sreemoyee: চোট পেলেন শ্রীময়ী, কীভাবে হল এই বিপদ? 'সব আমার দোষ...' বললেন কাঞ্চন

Kanchan-Sreemoyee: টলিপাড়ায় সর্বদাই চর্চার কেন্দ্রে থাকেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারকা দম্পতিকে নিয়ে প্রায়ই খবর হয়ে থাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন তাঁরা। বিয়ের পর শত ট্রোল-কটাক্ষ সহ্য করে এসেছেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে এইসব বিষয়কে খুব একটা পাত্তা দেন না তাঁরা।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 2:44 PM IST
  • টলিপাড়ায় সর্বদাই চর্চার কেন্দ্রে থাকেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

টলিপাড়ায় সর্বদাই চর্চার কেন্দ্রে থাকেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারকা দম্পতিকে নিয়ে প্রায়ই খবর হয়ে থাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন তাঁরা। বিয়ের পর শত ট্রোল-কটাক্ষ সহ্য করে এসেছেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে এইসব বিষয়কে খুব একটা পাত্তা দেন না তাঁরা। চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী আর এখন তো মেয়ে কৃষভিকে নিয়েই সময় কাটে এই দম্পতির। এরই মধ্যে ঘটে গেল অঘটন। আঙুলে আচমকাই চোট পেলেন শ্রীময়ী। 

শ্রীময়ীর হাতে চোট
সোশ্যাল মিডিয়াতেও শ্রীময়ী তাঁর আঙুলে চোট লাগার ছবি শেয়ার করেছিলেন। ক্লিপ লাগানো রয়েছে আঙুলে। কিন্তু কী করে এই চোট পেলেন কাঞ্চন-পত্নী? সম্প্রতি এক ফিল্মি পার্টিতে এসেছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক। সেখানেই সংবাদমাধ্যমকে শ্রীময়ী মজার ছলে বলেন, হাতে চোট পেয়েছি, কাঞ্চন যত্ন নেয়নি বলে। কাঞ্চন এর উত্তরে বলেন, এখন  যা হবে সব আমার দোষ হবে। কী বলব আর। না, তবে একটু হাতে চোট পেয়েছে। তবে এরপরই শ্রীময়ী তাঁর হাতে চোট লাগার আসল কারণ জানিয়েছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কীভাবে চোট পেলেন
শ্রীময়ী জানান যে হাতের উপর গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। কাঞ্চন-পত্নী বলেন, একজন সাইকেল নিয়ে যাচ্ছিলেন। আমি বুঝতে পারিনি উঠতে গিয়েছি গাড়িতে। তখনই গাড়ির পাল্লায় হাত পড়ে গিয়ে এই অবস্থা। এখন অবশ্য হাতে ক্লিপ পরে রয়েছেন তিনি। এই আঙুল নিয়েই কৃষভিকে সামলাচ্ছেন অভিনেত্রী। প্রসঙ্গত, গত বছর বিয়ের কমাসের মাথাতেই শ্রীময়ীর গর্ভে আসে কৃষভি। যদিও পুরো প্রেগন্যান্সি সফরটাই আড়ালে রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। গত নভেম্বরে কৃষভির জন্ম হয়। সন্তানের জন্মের পর থেকে তাকে আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। অক্ষয় তৃতীয়ার দিন কৃষভির মুখেভাতের দিন মেয়ের মুখ সমানে নিয়ে আসা হয়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কাঞ্চন-শ্রীময়ীর কেরিয়ার
এখন একরত্তিকে নিয়েইসময় কাটছে শ্রীময়ীর। অভিনয়ে কামব্যাক করলেও এই মুহূর্তে হাতে কোনও কাজ নেই শ্রীময়ীর। বুলেট সরোজিনী সিরিয়ালে কাজ শুরু করেও পরে তিনি তা ছেড়ে দেন। রক্তবীজ ২-তে বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। অন্যদিকে, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। রাজনীতির সঙ্গে অভিনয়ও চুটিয়ে করছেন। হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। ২১ জুলাই মঞ্চেও দেখা মিলেছে কাঞ্চনের।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement