Advertisement

Kanchan-Sreemoyee: 'কাঞ্চনেরটা টোপা কাঁচালঙ্কা', স্বামীকে নিয়ে এ কী বললেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ী এখন টক অফ দ্য টাউন। কোনও না কোনও বিষয় নিয়ে এই দম্পতি শিরোনামে থাকবেই। গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁদের প্রেমের রসায়ন দেখলে অনেকেই ঈর্ষা করতে পারেন।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 4:53 PM IST
  • কাঞ্চন-শ্রীময়ী এখন টক অফ দ্য টাউন।

কাঞ্চন-শ্রীময়ী এখন টক অফ দ্য টাউন। কোনও না কোনও বিষয় নিয়ে এই দম্পতি শিরোনামে থাকবেই। গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁদের প্রেমের রসায়ন দেখলে অনেকেই ঈর্ষা করতে পারেন। কাঞ্চনের তৃতীয় বিয়ে এটা আর শ্রীময়ী উত্তরপাড়ার বিধায়কের চেয়ে বয়সে অনেকটাই ছোট। তাতে অবশ্য তাঁদের ভালোবাসাতে কোনও টান পড়েনি। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে শ্রীময়ী জানালেন তাঁর ও কাঞ্চনের মধ্যেকার সমীকরণ ঠিক কেমন। 

কথাতেই আছে, বাড়ির গৃহমন্ত্রীকে সব সময় তুষ্ট রাখতে হয়, তবেই সংসারের গাড়ি ঠিক দিকে চলে। কাঞ্চনও শ্রীময়ীর ক্ষেত্রে তেমনটাই করেন। স্ত্রীকে একেবারে তুষ্ট করে চলার পক্ষেই তৃণমূলের বিধায়ক। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে শ্রীময়ী তাঁর ও কাঞ্চনের রাগ কেমন তা জানিয়েছেন। শ্রীময়ী বলেন, আমার ঝাঁঝটা বেশি, প্রথমে কাঞ্চন একটু ঝাঁঝটা দেখায়, মানে আমারটা যদি শুকনো লঙ্কার ঝাঁঝ হয়, কাঞ্চনেরটা হল টোপা কাঁচালঙ্কা। ঝাঁঝটা দেখায়, তারপর যখন দেখে এখানেই আমাকে পুড়তে হবে, তখন আমাকেই সব সঁপে দেয়। গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমে আইনি বিয়ে ও পরে মার্চ মাসে সামাজিক বিয়ে করেন। 

বিয়ের পর পরই শ্রীময়ীর গর্ভে কৃষভি চলে আসে। যদিও কাকপক্ষীতেও টের পায়নি কাঞ্চন-পত্নীর প্রেগন্যান্সি। ২০২৪ সালের দিওয়ালির পরেই জন্ম হয় কৃষভির। এখন সন্তানকে নিয়েই সময় কাটে কাঞ্চন ও শ্রীময়ীর। সম্প্রতি পরিচারিকার হাতে কৃষভির মারধরের ঘটনায় খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এই তারকা দম্পতি। পুলিশের কাছেও গিয়েছিলেন তাঁরা। তবে এখন আপাতত পরিস্থিতি ঠিক আছে। গত বছরই কোল আলো করে এসেছে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে। কৃষভিকে নিয়ে প্রথম পুজো কাটাবেন তাঁরা স্বাভাবিকভাবেই খুব খুশি তারকা দম্পতি। 

এই বছরের পুজো কাজের মধ্য়ে দিয়েই কাটবে কাঞ্চন ও শ্রীময়ীর। পুজোতে রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে, যেখানে কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীকেও দেখা যাবে অভিনয় করতে। তারও কিছু প্রচার রয়েছে। এছাড়াও ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ীর পুজোর ভিডিও লঞ্চ হয়েছে। সেটার প্রচারও চলবে পাশাপাশি। তবে পুজোতে শ্রীময়ীর ইচ্ছে আছে তাঁর দেশের বাড়িতে পুজো দেখতে যাওয়ার। গত বছর যেতে পারেননি।  

Advertisement

     

Read more!
Advertisement
Advertisement