Advertisement

Subhadra Mukherjee: স্বামীর মৃত্যুর পর অভিনয় ছাড়েন সুভদ্রা, একবছর পর ছোটপর্দায় ফিরছেন

Subhadra Mukherjee: গত বছর পুজোর সময়ে আচমকাই স্বামীকে হারান অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বড়পর্দা থেকে ছোটপর্দা সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। টলিপাড়া তথা বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ সুভদ্রা। কিন্তু স্বামী মারা যাওয়ার পর হঠাৎ করেই নিজেকে গুটিয়ে ফেলেন অভিনেত্রী।

সুভদ্রা মুখোপাধ্যায়সুভদ্রা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • গত বছর পুজোর সময়ে আচমকাই স্বামীকে হারান অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়।

গত বছর পুজোর সময়ে আচমকাই স্বামীকে হারান অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বড়পর্দা থেকে ছোটপর্দা সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। টলিপাড়া তথা বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ সুভদ্রা। কিন্তু স্বামী মারা যাওয়ার পর হঠাৎ করেই নিজেকে গুটিয়ে ফেলেন অভিনেত্রী। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল যে কেন অভিনেত্রী নিজেকে অভিনয় জগত থেকে দূরে রেখেছেন? দীর্ঘ একবছর পর আবার ছোটপর্দায় স্বমহিমায় ফিরলেন অভিনেত্রী।

একবছর পর ক্যামেরার সামনে এলেও মন ভাল নেই অভিনেত্রীর। আসলে যে কোনও কাজ শুরু করলেই অভিনেত্রী প্রথম ছবি তুলে পাঠাতেন স্বামী ফিরোজকে। কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই। আমাদের দাদামণি সিরিয়ালে অন্যরকম চরিত্রে দেখা যাবে সুভদ্রাকে। যদিও চরিত্র নিয়ে বিশদে কিছু বলতে রাজি নন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থায় কাজ করছি। সবার ভালোবাসাতেই ফিরছি ছোটপর্দায়।

সুভদ্রা বলেন যে তাঁর মেয়েই তাঁকে আবার কাজে ফিরতে বলেছেন। স্বামী মারা যাওয়ার পর একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুভদ্রা। তবে মেয়ের কথাতেই তিনি কাজে ফেরার সিদ্ধান্ত নেন। কারণ অভিনেত্রী কাজে ফিরলেই ভাল থাকবেন। সুভদ্রা জানিয়েছেন যে কাজে ফেরার পরও তাঁর মন খারাপ। কারণ এই প্রথমবার কাজে এসে তিনি ছবি তোলেননি। এখন স্বামী ফিরোজের স্মৃতি আঁকড়েই প্রতিটা দিন কাটাচ্ছেন অভিনেত্রী। 

গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করেই স্বামী মারা যায় অভিনেত্রী সুভদ্রার। অভিনেত্রীর স্বামীর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। জানা গিয়েছে, সুভদ্রার স্বামী আহমেদাবাদের ব্যবসায়ী। কর্মসূত্রে থাকতেন মুম্বইতে। কাজের ফাঁকে প্রায়ই কলকাতায় আসা-যাওয়া করতেন তিনি। মারা যাওয়ার আগে বাড়িতেই ছিলেন। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন সুভদ্রার স্বামী। প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাসে একই দিনে তিনি বাবা ও শ্বশুরমশাইকে হারিয়েছেন সুভদ্রা। বাংলা টেলিভিশনে বহুদিন ধরেই কাজ করছেন সুভদ্রা মুখোপাধ্যায়। নিজের অভিনয়ের গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমাতেও নজর কেড়েছেন পার্শ্বচরিত্র হিসেবে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement