Advertisement

Sudipa Chatterjee: ২ দিন ধরে নিঁখোজ সুদীপার আদরের 'গজুবাবু', মেরে ফেলা হয়েছে নাকি?

Sudipa Chatterjee: পশুপ্রেমী সুদীপা চট্টোপাধ্যায়। নিজের বাড়িতেও রয়েছে পোষ্য। সব সময়ই তিনি রাস্তার অবলা প্রাণী অথবা পোষ্যদের ওপর কোনও অন্যায় দেখলে চুপ করে থাকেন না। এবার তাঁর বাড়িতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সুদীপার ভাইঝি তাঁর পার্শিয়ান বেড়ালকে ক্রেসে রেখে বেড়াতে গিয়েছিলেন। আর ফিরে এসে দেখেন তাঁর পোষ্য নিখোঁজ।

পোষ্য বেড়ালকে নিয়ে চিন্তায় সুদীপাপোষ্য বেড়ালকে নিয়ে চিন্তায় সুদীপা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • রান্নাঘর খ্যাত সঞ্চালিকা বলেন তাঁদের পার্শিয়ান বেড়ালটির নাম ফেলিক্স, সুদীপা তাঁকে আদর করে গজুবাবু বলে ডাকতেন।

পশুপ্রেমী সুদীপা চট্টোপাধ্যায়। নিজের বাড়িতেও রয়েছে পোষ্য। সব সময়ই তিনি রাস্তার অবলা প্রাণী অথবা পোষ্যদের ওপর কোনও অন্যায় দেখলে চুপ করে থাকেন না। এবার তাঁর বাড়িতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সুদীপার ভাইঝি তাঁর পার্শিয়ান বেড়ালকে ক্রেসে রেখে বেড়াতে গিয়েছিলেন। আর ফিরে এসে দেখেন তাঁর পোষ্য নিখোঁজ। সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সোচ্চার হয়েছেন। ফেসবুকে লাইভ করে তিনি জানিয়েছেন যে ওই ক্রেসের আশপাশে থাকা প্রতিবেশিদের অনুমান পশু দেখভাল কেন্দ্রের অন্যতম সদস্যই মেরে ফেলেছে বেড়ালটিকে। 

শনিবার রাতে সুদীপা তাঁর ফেসবুকে একটি লাইভ করেন। রান্নাঘর খ্যাত সঞ্চালিকা বলেন তাঁদের পার্শিয়ান বেড়ালটির নাম ফেলিক্স, সুদীপা তাঁকে আদর করে গজুবাবু বলে ডাকতেন। সুদীপা তাঁর ফেসবুক লাইভে এসে অভিযোগ জানিয়েছেন যে ক্রেসের আশপাশের প্রতিবেশীরা বলছে ওই বেড়ালটিকে মেরে পিছন দিকে পুঁতে দিয়েছে। ওই ক্রেসের এক ব্যক্তির বিরুদ্ধেই সুদীপা এই মারাত্মক অভিযোগ এনেছেন। 

যদিও ওই ব্যক্তি ফেসবুক লাইভেই বলেন যে  এইসব কিছু হয়নি। তিনি ভুল করে সুদাপার ভাইঝির পোষ্য বেড়ালটিকে অন্য কাউকে দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি এও বলেন যে যাকে বেড়ালটি দিয়েছেন তাঁর কোনও তথ্য নেই তাঁদের কাছে। সুদীপা জানিয়েছেন যে তাঁদের কোনওভাবেই পশু দেখভাল কেন্দ্রের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সুদীপা ও তাঁর পরিবার বুঝতে পারছে না তাঁদের পোষ্য পার্শিয়ান বেড়ালটি আদৌও বেঁচে আছে নাকি মারা গেছে। 

পশুহত্যার বিষয়টিতে সায় দিয়েছেন পড়শিরাও। জনৈকের দাবি, তাঁদের কাছে খবর আছে, এই পশু দেখভাল কেন্দ্র থেকেই নাকি পশুহত্যা করে পিছনে ফেলে দেওয়া হয়। প্রায়শই এমন ঘটনায় পচা গন্ধে অতিষ্ট পাড়ার লোকেরা। সুদীপার ভাইঝির বেড়ালের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে কি না সেটি যদিও এখনও প্রমাণিত হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। পুরো ঘটনাই খতিয়ে দেখছে তারা। পাশাপাশি, টালিগঞ্জ অঞ্চলের পশুপ্রেমীদের এই ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছেন সুদীপা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement