
একদিকে চলছে সিরিয়ালের কাজ আর অন্যদিকে উইনডোজ প্রযোজনার ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে তাঁর উপস্থিতি সকলের নজর কেড়েছে। গত বছর থেকেই স্বস্তিকা দত্তের কেরিয়ার গ্রাফ চরচরিয়ে ওপরে উঠতে শুরু করে দেয়। ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই-উৎরাই দেখেছেন নায়িকা, তবে এতসবের মধ্যেও খোলা চোখে দেখা স্বপ্নকে কখনও যেতে দেননি। ১২ বছর পর স্বস্তিকার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নায়িকা নিজেই দিলেন সেই সুখবর।
কেরিয়ারের শুরু ছোটপর্দার মাধ্যমেই। তারপরে স্বস্তিকা নজর কাড়েন রাজ চক্রবর্তীর ছবিতে। তাঁর অভিনয় বারংবার প্রশংসিত হয়েছে দর্শকমহলে। ধারাবাহিক-সিনেমা-সিরিজ মিলিয়ে গত কয়েক বছরে নানা ভূমিকায় দেখা গিয়েছে স্বস্তিকাকে। পর্দায় নানা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার কাছেই স্বপ্নের মতো। তবে এবার স্বস্তিকা বুনতে চলেছেন একেবারে নিজের একটি স্বপ্ন, যেটাকে তিনি বহু বছর ধরে লালন পালন করে আসছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পেজে তাঁর কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে ফাঁকা বাড়ির এক খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
স্বস্তিকা এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'স্বস্তিকাকে কতজন চেনেন আপনারা? আমি, অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথা বলছিনা, আমি স্বস্তিকার কথা বলছি...জীবনে মানুষ এসেছেন, বিদায় নিয়েছেন। আমি কাউকে আটকাইনি, কথায় আছে, জানে ওয়ালে কো কউন রোক সকতা হ্যায়।' এরপর অভিনেত্রী বলেন, 'কিন্তু আমার এই স্বপ্নটাকে আমি কোনওদিনও যেতে দিইনি। স্ট্রাগল আমিও করেছি, মানসিক, শারীরিক,ব্যক্তিগত। বহু দিন ধরে দেখা স্বপ্ন এক দিন আচমকা সত্যি হয়ে যায়।' সেই স্বপ্নকে নিজের মতো করে বাঁচিয়ে রাখার কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'নিজের স্বপ্নের মধ্যে জায়গা সবাই কে দেবেন না... ওটা নিজের থাক...বাবা আমার বাড়ি হলে ব্যালকনিটা মাস্ট, মা আমাকে আমার অনুযায়ী সাজাতে দেবে কিন্তু, ওই তোমার,কাচের বাটি গ্লাস,এটা ওটা হবে না করো না'একটু যদি নিজের স্বপ্ন পূরণের কথাটা আগে ভাবতাম তাহলে ১২ বছর লাগতো না... না? আমার এই পৃথিবীর অংশ আমি, আমার পরিবার।'
আসলে স্বস্তিকা নিজের ফ্ল্যাট কিনেছেন। তবে এখনও সেটা সাজিয়ে গুছিয়ে ওঠা হয়নি। তবে নায়িকার কথায়, নিজের স্বপ্নপূরণের বিষয়কে যদি আগে অগ্রাধিকার দিতেন তাহলে এই ১২ বছর সময়টা লাগত না। স্বস্তিকার এই পোস্টে কোথাও যেন তাঁর ব্যক্তিগত জীবনের ঝলক উঠে এসেছে। কয়েক বছর আগেই গায়ক শোভনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল স্বস্তিকার। নিজেকে সেই যন্ত্রণা থেকে বের করে ফের উঠে দাঁড়িয়েছেন তিনি। শোভন সোহিনীকে বিয়ে করলেও স্বস্তিকা এখনও সিঙ্গল বলেই নিজেকে দাবি করেন। এখন তাই কেরিয়ারের দিকেই ফোকাস করছেন তিনি।