Advertisement

Swastika Dutta: 'আমি চুমু খাই না', হঠাৎ কেন বললেন স্বস্তিকা?

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিও সাবালক হয়ে উঠেছে। পর্দায় চুম্বন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্য দেখানো এখন জলভাত হয়ে গিয়েছে। বলিউডের অনেক নায়িকাই এই বিষয়ে অনেক আগেই এগিয়ে গিয়েছেন। তবে এখনও টলিপাড়ার অনেক নায়িকাই রয়েছে, যাঁরা এখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল নয়।

স্বস্তিকা দত্তস্বস্তিকা দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 6:05 PM IST
  • টলিপাড়ায় স্বস্তিকা বেশ পরিচিত মুখ।

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিও সাবালক হয়ে উঠেছে। পর্দায় চুম্বন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্য দেখানো এখন জলভাত হয়ে গিয়েছে। বলিউডের অনেক নায়িকাই এই বিষয়ে অনেক আগেই এগিয়ে গিয়েছেন। তবে এখনও টলিপাড়ার অনেক নায়িকাই রয়েছে, যাঁরা এখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে সাবলীল নয়। সেই তালিকায় অনেকেরই নাম রয়েছে। এবার নতুন করে সংযোজন হল স্বস্তিকা দত্তের নাম। এক সাক্ষাৎকারে নায়িকা স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি পর্দায় চুমু খান না। 

টলিপাড়ায় স্বস্তিকা বেশ পরিচিত মুখ। বড়পর্দা, সিরিজ ও সিরিয়াল এই তিনটে মাধ্যমেই তাঁর দাপট রয়েছে। স্বস্তিকার অভিনয় ইতিমধ্যেই বেশ প্রশংসা পেয়েছে। তবে এত বছরের কেরিয়ারে স্বস্তিকাকে কখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। অথচ তাঁর সমসাময়িক অনেক নায়িকাই পর্দায় বোল্ড দৃশ্য করছেন। এ প্রসঙ্গে নিয়ে স্বস্তিকা বলেন, 'আমি ঘনিষ্ঠ দৃশ্য করি না, যদি চিত্রনাট্যের জন্য এটা করতেই হবে তাহলে চিট শট নিতে হয়। দৃশ্যটা পরিচালক নেবে, শুধু মাইম করা আর কি, দুটো মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছেন, ওরা ঘুরে গেল আর ক্যামেরাটা উঠে চলে গেল। নায়িকা বলেন, আমি খুব টেকনিক্যালি বোঝালাম।' 

এরপর স্বস্তিকা সরাসরি বলেন, 'আমি চুমু খাই না এবং আমি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করি না। আমার মনে হয় যে এই মুহূর্তে আমি প্রস্তুত নই। এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, একেবারে প্রথম থেকেই। তবে খুব যখন সমস্যা হয়, মানে গল্পটাও ছাড়তে চাই না, ভীষণ লোভে পড়ে গেছি গল্পটার, তখন আমি পরিচালককে দুটো চকোলেট খাইয়ে বলি যে একটা ড্রোন শট নিয়ে নাও, তুমি একটা স্টেডি ক্যাম করে নাও, দু'জন হিরো হিরোইন যখন ঘুরছে, তখন স্টেডি ক্যাম সরিয়ে নাও বা ড্রোনটা একটু উড়িয়ে দিলে, মনে হল যেন চুমু খাচ্ছি, কিন্তু আদৌ আমরা চুমু খাই না।'

ভজ গোবিন্দ সিরিয়ালে প্রথম অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন স্বস্তিকা দত্ত। এরপর তাঁকে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীর পারবনা আমি ছাড়তে তোকে সিনেমায়। সেখানে তাঁকে কৌশানীর বান্ধবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর গভীর জলের মাছ থেকে শুরু করে ফাটাফাটি, স্বস্তিকার অভিনয় রীতিমতো প্রশংসা পায় সকলের কাছে। কিছুদিন পরই মুক্তি পাবে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেখানে তাঁকে দেখা যাবে বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বাঁধতে। সম্প্রতি আবার ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী। স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের টিআরপি একদম ওপরে যাতে বোঝাই যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের কতটা নজর কেড়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement