টলিউডের চেনা মুখেদের মধ্যে অন্যতম স্বস্তিকা দত্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁর ছবি চালচিত্র মুক্তি পেয়েছে, যেখানে স্বস্তিকা অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে। এইসবের পাশাপাশি স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন। তাঁর পোস্ট করা ছবি মাঝে মাঝে নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়ায়। বছর শেষ হওয়ার আগে সেরকমই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আবারও হইচই ফেলে দিয়েছে।
স্বস্তিকা ধরা দিলেন আধখোলা শার্টে। সাদা শার্ট আর রিপ জিন্সে অভিনেত্রীর বেপরোয়া লুক আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। কাঁধ থেকে শার্টের একদিক খুলে পড়ছে, গলায় প্যাঁচানো হার ও খোলা চুলে অভিনেত্রীর কামুক দৃষ্টি আপনাকে পাগল করে দিতে বাধ্য। কিলার ভঙ্গীমায় স্বস্তিকার একের পর এক পোজ, চোখ সরাতে পারবেন না। শোনা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকে কাজ করবেন স্বস্তিকা।
১০০ এপিসোডের এই ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে থাকতে পারেন ঋত্বিকা সেন আর সোহম মজুমদার। যদিও এই বিষয়ে অভিনেত্রী কিছুই ঘোষণা করেননি। ২০২৪ সালে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবিতে মিষ্টি প্রেমের সুবাস নিয়ে এসেছিলেন স্বস্তিকা। আবির-মিমি জুটির ছবিতে নায়িকার প্রগাঢ় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। বছর শেষে মু্ক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’। তারকাখচিত এই সাসপেন্স থ্রিলারে অনবদ্য স্বস্তিকা। পূরবী হিসেবে তাঁর অভিনয় বেশ প্রশংসনীয়। স্বস্তিকার চব্বিশের স্মৃতির পাতায় দুটি ওয়েব সিরিজও রয়েছে। গভীর জলের মাছ সিরিজের দ্বিতীয় মরশুম দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। আড্ডা টাইমসে রয়েছে 'বসন্ত এসে গেছে।'
ব্যক্তিগত জীবনে আপাতত সিঙ্গল স্বস্তিকা। বছর দুই আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙেছে। তবে সেই প্রেম ভাঙা নিয়ে স্বস্তিকা খুব একটা চিন্তিত ছিলেন না। বরং নিজের মতোই জীবনকে গুছিয়ে নিয়ে একের পর এক কাজ করে গেছেন। ফোকাস রেখেছেন কেরিয়ারে। চলতি বছরেই প্রাক্তন বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে। আর স্বস্তিকা নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। নতুন বছরে স্বস্তিকার রেজোলিউশন আরও ভালো ভালো কাজ করা। আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। 'না' বলতেও শিখতে চান অভিনেত্রী।