Advertisement

Swastika Mukherjee: এবার স্বস্তিকার থিমে পুজোর প্যান্ডেল, কোথায় গেলে দেখতে পাবেন?

Swastika Mukherjee: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। এরপরই বাঙালির প্রিয় দুর্গোৎসব চলে আসবে। শহর থেকে জেলা, সব জায়গাতেই পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। কে কাকে থিমে মাত দেবে, তাই নিয়েই এখন লড়াই চলছে। প্রত্যেকেই চায় থিমে নতুনত্ব নিয়ে আসতে। তাই প্রতি বছরই মাথা খাটিয়ে পুজো ক্লাবগুলি অভিনব থিম নিয়ে হাজির হয় দর্শকদের কাছে।

স্বস্তিকা মুখোপাধ্যায়স্বস্তিকা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 10:46 AM IST
  • স্বস্তিকার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বাঁশ দিয়ে প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। এরপরই বাঙালির প্রিয় দুর্গোৎসব চলে আসবে। শহর থেকে জেলা, সব জায়গাতেই পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। কে কাকে থিমে মাত দেবে, তাই নিয়েই এখন লড়াই চলছে। প্রত্যেকেই চায় থিমে নতুনত্ব নিয়ে আসতে। তাই প্রতি বছরই মাথা খাটিয়ে পুজো ক্লাবগুলি অভিনব থিম নিয়ে হাজির হয় দর্শকদের কাছে। পুজোর থিম নিয়ে যখন এত মাতামাতি চলছে ঠিক তখনই সামনে এল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের থিমে তৈরি পুজো মণ্ডপের ছবি। সেই ছবি নায়িকা নিজেও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। ঠিক কোথায় গেলে স্বস্তিকার থিমে তৈরি এই মণ্ডপ দেখতে পাবেন জানেন?

স্বস্তিকার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বাঁশ দিয়ে প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে। আর সেখানে স্বস্তিকার বেশ বড় একটা মূর্তি। এটা দেখে অনেকেই মনে করতে পারেন যে স্বস্তিকাকে নিয়ে কোনও পুজো কমিটি এবারে তাঁদের ভাবনা-চিন্তা করেছে। তবে না, এরকম ভাবার কোনও কারণ নেই।  আসলে এ সবই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা AI বলে থাকি, তার কারসাজি। স্বস্তিকার কোনও ভক্ত এই ছবি তৈরি করেছেন আর সেটাই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নেন। 

স্বস্তিকা এই বিষয়টিকে ভীষণ হালকাভাবে নিয়েছেন। এই ছবি ফেসবুকে শেয়ার করে স্বস্তিকা লেখেন, একজন আমাকে এটা পাঠিয়েছে। হেসে মরে যাচ্ছি তখন থেকে। পুজো আসছে বলে কথা, যাক বাবা শান্তি। এরই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর প্রিয় সাদা-লাল পাড় শাড়ি তাঁকে পরানো হয়েছে। মাঝে মধ্যেই কোনও না না কোনও বিষয় নিয়ে ট্রোলের শিকার হয়ে থাকেন স্বস্তিকা। তবে তার জবাবও সপাটে দেন অভিনেত্রী। সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমা শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। ১৪ সেপ্টেম্বর দেখানো হবে আমেরিকার ম্যাট্রিক্স ক্লাবে।

বরাবরই ঠোঁটকাটা হিসাবেই পরিচিত স্বস্তিকা। তাঁর যেটা মনে হয় জীবনে তিনি সেটাই করে এসেছেন। এর জন্য অভিনেত্রী কারোর কাছেই জবাবদিহি করেন না। সম্প্রতি ৪৪ বছরে নিজেকে হট বলে পরিচিতি দিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ট্রোলেরও মোক্ষম জবাব দিতে ভোলেননি তিনি। তবে সব মিলিয়ে স্বস্তিকার এআই দিয়ে বানানো এই প্যান্ডেল, সবার মন ছুঁয়ে গেছে।  

Advertisement

     

 

Read more!
Advertisement
Advertisement