ভীষণভাবে আধ্যাত্মিক মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা কারোরই অজানা নয়। প্রতি বছরই তাঁর কালীঘাটের বাড়িতে নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করা হয়। নিজের হাতে ভোগ রান্না করা থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজ একা হাতেই সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সময় যত বেড়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে নেতা-মন্ত্রী ছাড়াও দেখা গিয়েছে টলিপাড়ার তারকাদের। এই বছরও তার ব্যতিক্রম হল না। মমতার বাড়ির ৪৮তম পুজোতে দেখা গেল চাঁদের হাট। তবে সবচেয়ে বেশি চোখে পড়ল টেলিপাড়ার এক অভিনেত্রীকে, যাঁকে দেখা গেল মমতার পাশে বসে থাকতে।
হলুদ রঙের ডিপ কাট হাফ স্লিভ ব্লাউজ আর পরনে সাদা ও হলুদ শাড়ি। খোলা চুল, হাতে হলুদ রঙের শাড়ি। মুখ্য়মন্ত্রীর পাশে বসে মন দিয়ে পুজো দেখছেন টেলিপাড়ার চেনা মুখ তিয়াসা লেপচা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিতে দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন তিয়াসা। পুজো দেখছেন একমনে। সেই সময় যজ্ঞে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই বছর ২১-এর মঞ্চেও তিয়াসাকে দেখা গিয়েছিল প্রেমিক সোহেলের সঙ্গে।
এখন সোহেল দত্ত টেলিপাড়ার চেনা মুখের পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও বেশ পরিচিত একজন। যদিও ২০২১ সালে সোহেল বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই তৃণমূলে প্রত্যাবর্তন। এখন তাঁকে মাঝে মধ্যেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে উঠতে বসতে দেখা যায়। সোহেলের পাড়ার পুজোতেও দেখা গিয়েছিল তৃণমূলের তাবড় তাবড় নেতাদের। খুব ছোট বয়স থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক সূত্রেই আলাপ সোহেলের।