Advertisement

Tonni Laha Roy: 'এখনও তোমার গায়ের গন্ধ আছে', মায়ের পুরনো শাড়ি পরেই পুজো শুরু তন্বীর

Tonni Laha Roy: টেলিপাড়ায় তন্বী লাহা রায় তোর্সা নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী জনপ্রিয়তা পান। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন তন্বী।

তন্বী লাহা রায়তন্বী লাহা রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 4:28 PM IST
  • টেলিপাড়ায় তন্বী লাহা রায় তোর্সা নামেই পরিচিত।

টেলিপাড়ায় তন্বী লাহা রায় তোর্সা নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্বী জনপ্রিয়তা পান। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন তন্বী। নিজের ছোট বড় মুহূর্তগুলিকে সবার সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। গত বছর পুজোর আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। পুজো শুরু হয়েছিল মায়ের স্মৃতি আঁকড়ে ধরেই। এ বছরও তার ব্যতিক্রম হল না। মায়ের গন্ধ মাখা শাড়ি পড়েই এ বছরের পুজো শুরু করলেন তন্বী।

তন্বী যে দুটো ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে সিল্কের প্রিন্টেড শাড়িতে, সঙ্গে তিনি স্লিভলেস পিঠকাটা ব্লাউজ পরেছেন। কোনও নাইট পাবে গিয়েছেন তন্বী। সেখানেই ছবি তোলা। অভিনেত্রী এই দুই ছবি শেয়ার করে তন্বী জানিয়েছেন যে এটা তাঁর মায়ের শাড়ি। অভিনেত্রী লেখেন, মায়ের স্মৃতিতে আমার পুজো শুরু ঠিক আগের বছরের মতোই, প্রত্যেক বছর আলমারি থেকে একটা করে মায়ের পরা শাড়ি বের করে পুজো শুরু করি, এই শাড়িটায় এখনও মায়ের গন্ধ, মায়ের হাতে বানানো শাড়িটা। 

এরপর তন্বী আরও লেখেন, বাড়িটা পুরো ফাঁকা ছিল, আমি সন্ধেবেলা মায়ের আলমারি ঘেঁটে শাড়িটা বের করে একা হাতেই পরে সেজে নিলাম, মাও যে সাজগোজ পছন্দ করত। মায়ের প্রিয় পারফিউমটা এখনও রাখা আছে, সারা গায়ে মেখে নিলাম, যেন মনে হচ্ছে তুমি আমাদের সাথেই ঘুরছো মা। প্রসঙ্গত, গত বছর হঠাৎ করেই মাকে হারান তন্বী। সোশ্যাল মিডিয়ায় তিনি আবেগঘন পোস্টও করেন। এ বছর মে মাসে এক বছর হল মাকে হারিয়েছেন তন্বী। মাকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। 

তারওপর এই বছরের পুজোর আগেই প্রেমিক রাজদীপ গুপ্তের সঙ্গেও ব্রেকআপ হয়ে গিয়েছে। দুজনেরই মা নেই আর এই আবেগই তাঁদের প্রেমের সূত্রপাত করায়। কিন্তু এক বছরের মাথাতেই তাঁদের সম্পর্ক ভাঙে। এখন শুধুমাত্র কেরিয়ারেই ফোকাস তন্বীর। পুজোটা বন্ধু-বান্ধব ও পরিবারকে নিয়ে কাটানোর পরিকল্পনাই রয়েছে তাঁর।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement