হালকা ওজন বেড়েছে, ভারী হয়েছে গাল, এসেছে ডবল চিন। মুখে চেনা হাসি নিয়ে প্রায় ৩ মাস পর সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন সৌমিতৃষা কুণ্ডু। যিনি মিঠাই বলেই পরিচিত। গত কয়েক মাস ধরেই সৌমিতৃষা গায়েব ছিলেন নেটপাড়া থেকে। শ্যুটিংও করছিলেন না। সকলেই উদ্বিগ্ন ছিলেন কী হল সৌমিতৃষার। তবে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চেই দেখা গেল নায়িকাকে। আর তারপর মহানায়ক সম্মান মঞ্চেও দেখা মিলল তাঁর।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। যেখানে সৌমিতৃষাকে দেখা যাচ্ছে কালো রঙের শাড়িতে, একই রঙের ফুলস্লিভ ব্লাউজ পরেছেন তিনি। খোলা চুল ও মানানসই গয়না ও মেকআপ। তবে ওজন সামান্য বেড়েছে অভিনেত্রীর। তাতে যদিও আত্মবিশ্বাস একফোঁটা কমেনি। চলতি বছরের এপ্রিল মাসে সৌমিতৃষা শেষ ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। আর তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি।
যদিও ২১ জুলাই মঞ্চের দিন সৌমিতৃষা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছোট ভিডিও দিয়ে জানিয়ে ছিলেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মিঠাই রানি। শোনা গিয়েছিল যে তাঁর নাকি কিডনিতে স্টোন হয়েছিল। তারই অপারেশন হয়েছে নায়িকার। আর যে কারণে সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন তিনি। কিন্তু বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তাই দেখা মিলছে এখন নায়িকার। ‘মিঠাই’তে দারুণ সাফল্য। তারপরই দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় ডেবিউ হয় সৌমিতৃষা কুন্ডুর। তারপর সৌরভ দাসের সঙ্গে আরও একটি ছবিতে দেখা মেলে তাঁর। যদিও সেই ছবি নিয়ে নির্মাতাদের সঙ্গে মনমালিন্য হয়েছিল নায়িকার।
তারপর তাঁর সিরিজ ‘কালরাত্রি’ও মুক্তি পায় হইচইয়ের পর্দায়। এছাড়াও এক সময় তিনি তাঁর রোজকার নানা খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে মিনি ভ্লগ আকারেও ভাগ করে নিতেন। মাঝে শোনা গিয়েছিল তাঁর সিরিজ 'কালরাত্রি'-এর দ্বিতীয় সিজনও আসবে। কিন্তু তারপর আর তা নিয়ে বিশেষ কোনও উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে, এই এ সব কিছুর মধ্য হঠাৎ করেই পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ‘মিঠাই রানি’। মিনি ভ্লগ পোস্ট করা প্রায় বন্ধ করে দেন। এতদিন পর সৌমিতৃষাকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে তাঁর অনুরাগীদের আনন্দের শেষ নেই।