Advertisement

SIR Hearing Soumitrisha Kundu: দেবের পর SIR শুনানিতে ডাক সৌমিতৃষার, ক্ষুব্ধ 'মিঠাই রানি'

দেবের পর এবার SIR শুনানিতে ডাক পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সঠিক নথিপত্র জমা দেওয়ার পরও মিঠাই রানির ডাক পড়ল এই শুনানিতে। সৌমিতৃষার অভিযোগ, SIR প্রক্রিয়ায় অভিনেত্রীর নথিতে তাঁর বাবার নামের বানান ভুল করা হয়েছে বলে তাঁর ডাক পড়েছে।

SIR শুনানিতে ডাক পেলেন সৌমিতৃষাSIR শুনানিতে ডাক পেলেন সৌমিতৃষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • দেবের পর এবার SIR শুনানিতে ডাক পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

দেবের পর এবার SIR শুনানিতে ডাক পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সঠিক নথিপত্র জমা দেওয়ার পরও মিঠাই রানির ডাক পড়ল এই শুনানিতে। সৌমিতৃষার অভিযোগ, SIR প্রক্রিয়ায় অভিনেত্রীর নথিতে তাঁর বাবার নামের বানান ভুল করা হয়েছে বলে তাঁর ডাক পড়েছে। কিছুদিন আগেই সৌমিতৃষা ও তাঁর পরিবারকে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবের নায়িকা। 

SIR-এ ডাক পাওয়া নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। এই নিয়ে এক সংবাদমাধ্যমকে সৌমিতৃষা বলেন, খুবই অপরিকল্পিত বিষয়টি। নিয়মও বদলাচ্ছে বারে বারে। কখনও এই নথি আবার কখনও সেই নথি। আমার মা-বাবা বা আমার যাবতীয় নথিতে কোনও ভুল নেই। নির্বাচন কমিশনের কাছে যে নথি রয়েছে, সেখানে আমার বাবার নামের একটা বানান ভুল আছে। সমস্যাটা তো ওদের ওখানকার। তাও আমাকই যেতে হবে। 

সৌমিতৃষা আক্ষেপের সুরে জানিয়েছেন যে তাঁদের কাছে সব বৈধ কাগজপত্র থাকার পরও তিনি এই দেশের নাগরিক কিনা তা জানেন না। এর পাশাপাশি আমজনতার যে হয়রানি হচ্ছে, তা নিয়েও ক্ষুব্ধ সৌমিতৃষা। বিশেষ করে, প্রবীণ নাগরিকদের কথা ভেবে উদ্বিগ্ন অভিনেত্রী। সৌমিতৃষা জানিয়েছেন যে তাঁর নাম ২০০২ সালে থাকার কথা নয়। কিন্তু তাঁর মা-বাবার নাম রয়েছে। অভিনেত্রীর নথিতে কোনও ভুল নেই। তবে নির্বাচন কমিশনের কাছে যে তালিকা আছে, সেই নথিতে তাঁর বাবার নামের বানানে ভুল রয়েছে। সৌমিতৃষাকে চারদিনের নোটিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার সম্মুখীন হওয়ায় তিনি বুঝতে পেরেছেন বিষয়টা কতটা সমস্যার। সৌমিতৃষার আগে শুনানিতে ডাক পড়েছিল দেবের। বুধবার যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে এসআইআর যাচাইকরণ শুনানিতে উপস্থিত হয়েছিলেন দেব। এই শুনানিতে হাজির হয়ে সাংসদ দেব প্রয়োজনীয় সব নথি জমা দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সাংসদ দেব নির্বাচন কমিশনের প্রতি আবেদন জানান যে, প্রবীণ নাগরিকদের প্রতি যেন আরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দেখানো হয় এবং তাঁদের বাড়ি থেকে নথি সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হয়। এই একই আবেদন শোনা গিয়েছে সৌমিতৃষার গলাতেও। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement