সোমবার রাতেই ঐন্দ্রিলার (Aindrila Sharma)সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার আবেদন করেছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরি। তিনি লিখেছিলেন 'মিরাকল'-এর জন্য প্রার্থনা করুন। তখনই ইঙ্গিত পাওয়া গেছিল, ঐন্দ্রিলার শারীরিক অবস্থার হয়তো আরও অবনতি হয়েছে। মঙ্গলবার হাসপাতাল সূত্রেও সেই খবরই মিলল।
হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অভিনেত্রী এখনও ভেন্টিলেটরে আছে। যে সব মেডিসিন চলছিল সেগুলোই চলছে এখনও। একটা সেকেন্ডারি ইনফেকশন আছে। আগে সেই ইনফেকশন কমে গেছিল। তবে এখন আবার সেটা বেড়েছে। জ্বর এসেছে। সেপসিস রয়েছে। যা বেশ উদ্বেগের।
আরও পড়ুন : বড় খবর, সরকারি কর্মীদের ডিএ মেটাতে ৫০০ কোটি টাকার তহবিল
হাসপাতাল সূত্রে আরও খবর, গতকাল রাত থেকে ঐন্দ্রিলাকে নিয়ে আরও উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের। ঐন্দ্রিলার যে সাইডে ক্রানিওটমি করা হয়েছিল, তার বিপরীত দিকে ছোটো ছোটো ক্লট পাওয়া গেছে। যেগুলো অপারেট করা যাবে না। মেডিসিনের মাধ্যমে সেই ক্লটগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করা হবে।
সোমবার রাতে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। তিনি লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি। আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা। অতিপ্রাকৃতর জন্য প্রার্থনা। সে লড়ে যাচ্ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে, মানুষের সীমার বাইরে।'
গত ১ নভেম্বর আচমকা অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। মিনিট দশেকের মধ্যে অসাড় হয়ে যায় অভিনেত্রীর সারা শরীর। তখন ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। ওইদিন রাতেই তাঁর অস্ত্রোপচার হয়, তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা।