Advertisement

Akshay Kumar On Canada Citizenship: এবার কি ভারতীয় নাগরিকত্ব নিচ্ছেন? 'কানাডা কুমার' কটাক্ষে যা বললেন অক্ষয়

অক্ষয়কে সুধীর চৌধুরী প্রশ্ন করেন,বহুবার দেখা গিয়েছে যে কানাডার নাগরিক হিসেবে আপনাকে খারাপ কথা শুনতে হচ্ছে। কানাডা কুমার পর্যন্ত বলা হয়েছে। কেমন লাগে আপনার?

অক্ষয় কুমার। অক্ষয় কুমার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 7:02 AM IST
  • কানাডা কুমার শুনতে খারাপ লাগে অক্ষয়ের।
  • কটাক্ষ নিয়ে কী ভাবছেন? জবাব দিলেন খিলাড়ি।

বলিউডের অন্যতম ব্যস্ত নায়ক অক্ষয় কুমার। প্রতিবছর গড়ে ৪টি করে ছবি মুক্তি পায়। খ্যাতির সঙ্গেই আসে বিড়ম্বনা! নেট মাধ্যমে নানা সময় তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। কারণ তাঁর কানাডার নাগরিকত্ব। অক্ষয় কুমারকে প্রায়ই কানাডার নাগরিকত্ব নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। এ কথা শুনে অভিনেতারও খারাপ লাগে। আজ তকের বিশেষ অনুষ্ঠান 'সিধি বাত'-এ অক্ষয় এ নিয়ে মুখ খুললেন অক্ষয়। তিনি বললেন, 'কানাডার নাগরিকত্ব নিয়ে সমালোচিত হতে খারাপ লাগে।'

অক্ষয়কে সুধীর চৌধুরী প্রশ্ন করেন,বহুবার দেখা গিয়েছে যে কানাডার নাগরিক হিসেবে আপনাকে খারাপ কথা শুনতে হচ্ছে। কানাডা কুমার পর্যন্ত বলা হয়েছে। কেমন লাগে আপনার?

অক্ষয় বলেন,'কেউ কি কখনও ভেবে দেখেছেন কেন এমন হল? কী হল? না, এসব না ভেবেই লোকে কুকথা বলতে শুরু করে। ভারতই আমার কাছে সবকিছু। আমি যা কিছু অর্জন করেছি, তা এখান থেকেই। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি। লোকেরা যখন আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে  খারাপ লাগে। তারা কিছুই জানে না। শুধু কুকথাই বলতে জানে। আমাকে কানাডা কুমার বলে ডাকলে খারাপ লাগে।'

আরও পড়ুন

কেন কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন? তা-ও ফাঁস করেছেন অক্ষয়। তিনি জানান,'ভাবলাম ভাই,আমার সিনেমা চলছে না। আর আমাকে কাজ করে খেতে হবে। আমি কানাডায় কাজ করতে গিয়েছিলাম। আমার এক বন্ধু কানাডায় ছিল। ও-ই আমাকে যেতে বলেছিল। সেই সময়ে আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি। আমার হাতে ছিল মাত্র দু'টি ছবি। ওই ছবিগুলি তখনও মুক্তি পায়নি। আর ভাগ্য ভালো ছিল যে বাকি দু'টি ছবিই আমার সুপারহিট হয়েছিল। আমার বন্ধু বলল এবার তুই ফিরে যা। আবার কাজ শুরু কর।' 

অক্ষয় যোগ করেন,'আমি আরও কয়েকটা ছবি হাতে পেয়েছিলাম। তার পর থেকে আর থামিনি। একের পর এক সিনেমা আসতে থাকে। আমি কাজ করতে থাকি। টাকা কামাতে কামাতে ভুলেই গিয়েছিলাম যে আমার কানাডিয়ান পাসপোর্টও আছে।'

Advertisement

শিগগিরই তিনি ভারতীয়ত্ব নাগরিকত্ব ফিরে পাবেন বলে জানিয়েছেন অক্ষয়। তিনি বলেন,'আমি কখনও ভাবিনি যে আমার এই পাসপোর্টটি বদল করা উচিত। এখন আবেদন করেছি। আমি আবার ভারতীয় নাগরিকত্ব নিতে চাই। খুব শীঘ্রই পাসপোর্ট পাব।'

Read more!
Advertisement
Advertisement