Advertisement

Rupam Islam: সামনেই বড় পরীক্ষা, পড়াশোনা শিকেয় তুলে Mr. Big-এর কনসার্টে রূপম-পুত্র

Rupam Islam: বাংলা রক ব্যান্ডের জগতে রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস-র জনপ্রিয়তা তুঙ্গে। রূপমের যে কোনও কনসার্টেই উপচে পড়া ভিড় দেখলেই বোঝা যায় গায়কের অনুরাগীর সংখ্যা মোটেও কম নয়। বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এই সবের পাশাপাশি রূপম যে বিদেশি ব্যান্ডের গানও ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না।

রূপম ইসলামরূপম ইসলাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 5:01 PM IST
  • বাংলা রক ব্যান্ডের জগতে রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস-র জনপ্রিয়তা তুঙ্গে।

বাংলা রক ব্যান্ডের জগতে রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস-র জনপ্রিয়তা তুঙ্গে। রূপমের যে কোনও কনসার্টেই উপচে পড়া ভিড় দেখলেই বোঝা যায় গায়কের অনুরাগীর সংখ্যা মোটেও কম নয়। বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এই সবের পাশাপাশি রূপম যে বিদেশি ব্যান্ডের গানও ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না। রূপমের পছন্দের সেই ব্যান্ডগুলির মধ্যে অবশ্যই ওপরের দিকে নাম রয়েছে আমেরিকান রক ব্যান্ড মিস্টার বিগ। আর বাবার মতো ছেলে রূপও যে মিস্টার বিগ-এর বড় ভক্ত তা বোঝা গেল সম্প্রতি। 

১৫ বছর পর আমেরিকান এই ব্যান্ড ভারতে তাঁদের কনসার্ট করছেন, তাও আবার শেষ কনসার্ট। আর সেটা কোনওভাবেই মিস করতে চাননি রূপম ইসলাম। ছেলে রূপ ও স্ত্রী রূপসাকে নিয়ে মেঘালয় রওনা হন। কারণ ১৪ ফেব্রুয়ারি এখানেই ছিল মিস্টার বিগ-এর কনসার্ট। গায়ক ও গায়ক-পত্নীর পোস্ট দেখে বোঝা গেল ছেলে রূপের ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা আগামী সপ্তাহ থেকে। আর সেই ছেলে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে মিস্টার বিগ-এর কনসার্ট শুনতে চলে এসেছে মেঘালয়ে। রূপসা এই কনসার্টের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে বাবা-মায়ের সঙ্গে হাসিমুখে কনসার্ট এনজয় করছেন রূপ। 

এই ছবি-ভিডিও পোস্ট করে ক্যাপশনে রূপসা লেখেন, রূপের আগামী সপ্তাহ থেকে ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা শুরু কে বলবে...খুব গর্বের সঙ্গে রূপ জানিয়েছে যে সেও মিস্টার বিগের শেষ কনসার্ট ট্যুর দেখতে চায়। কী দারুণ ব্যান্ড। অপরদিকে রূপম ইসলাম এই কনসার্টের মাধ্যমে পেয়ে গেলেন তাঁর ফ্যান বয় মোমেন্ট। প্রিয় ব্যান্ডের গায়কদের সঙ্গে হাত মেলাতে পেরে রূপম রীতিমতো ধন্য। সেই ছবিও পোস্ট করেছেন ফসিলস গায়ক। রূপসার পোস্টের কমেন্ট দেখে জানা গিয়েছে, রূপের পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি থেকে। সিলেবাসও শেষ হয়নি। আর ছেলে চলে গিয়েছে কনসার্ট শুনতে। 

আমেরিকান রক ব্যান্ড মিস্টার বিগ ১৫ বছর পর ভারতে কনসার্ট করতে এলেন। মেঘালয়ার পর তাঁদের পরবর্তী কনসার্ট রয়েছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই এই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভারতেই তাঁদের শেষ কনসার্ট। এরপর আর তাঁরা কোনও কনসার্ট করবেন না। রূপম তাঁদের অনুরোধ করেছিলেন কনসার্ট চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু মিস্টার বিগ ব্যান্ড জানায় অনেকটা দেরি করে এই অনুরোধ তাঁদের কাছে এল। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement