Advertisement

Amitabh Bachchan: ISPL-এ গিয়ে হেনস্থার শিকার অমিতাভ, বিগ বি-কে দেখেই হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, VIDEO

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সুরাতে পৌঁছান অমিতাভ বচ্চন। আর শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে প্রবেশ করতেই বিগ বি-কে ছেঁকে ধরেন বিপুল জনতা।

অমিতাভ বচ্চনঅমিতাভ বচ্চন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 12:32 PM IST
  • অমিতাভ বচ্চনকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও নিরাপত্তারক্ষীকে বেশ বেগ পেতে হয়েছে।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সুরাতে পৌঁছান অমিতাভ বচ্চন। আর শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে  প্রবেশ করতেই বিগ বি-কে ছেঁকে ধরেন বিপুল জনতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে যে ৮৩ বছরের অভিনেতাকে ঘিরে ধরেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তাঁকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিরাপত্তারক্ষী ও পুলিশকে বেশ বেগ পেতে হয়।

অমিতাভ বচ্চনকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও নিরাপত্তারক্ষীকে বেশ বেগ পেতে হয়েছে। বিগ বি-কে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। ভক্তরা চিৎকার করতে শুরু করেন এবং ফোনে অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করতে থাকেন। ভিড় সামলাতে গিয়ে হিমসিম খেতে হয় প্রশাসনকে। তবে এই এত ভিড়ের মধ্যেও এক উদ্বিগ্ন ভক্ত ভিড়ের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ছেড়ে দিন তাঁকে, ৮৩ বছর বয়স ওঁনার।

এই ভিডিও রীতিমতো ভাইরাল এখন। সেখানেও ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন অমিতাভ বচ্চনের জন্য। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL) সিজন ৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই সুরাটে গিয়েছেন অমিতাভ। শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। টেনিস বল দিয়ে খেলা টি-১০ ক্রিকেটকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলবে এই প্রতিযোগিতা, যা ভারতের স্ট্রিট ক্রিকেট সংস্কৃতির উদযাপন বলেই জানানো হয়েছে আইএসপিএল-এর তরফে।

উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মাঝি মুম্বই মুখোমুখি হয়েছেন শ্রীনগর কে বীর দলের। ম্যাচের আগে বিকেল ৫টা থেকে ছিল জমজমাটি অনুষ্ঠান। সুরাটে যাওয়ার আগে শুক্রবারই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় অমিতাভকে। তাঁকে গাড়ি থেকে নেমে তড়িঘড়ি করে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। পাপারাৎজিদের নজরে পড়তেই হাত নেড়ে শুভেচ্ছা জানান অভিনেতা। সেদিন তিনি কালো-সাদা পোশাকে ছিলেন। অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গেছে তামিল ভাষার অ্যাকশন ড্রামা ছবি ‘ভেট্টাইয়ান’-এ। টি জে জ্ঞানাভেল পরিচালিত এবং লাইকা প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত, মঞ্জু ওয়ারিয়ার, ফাহাদ ফাসিল, রানা দগ্গুবাতি, ঋতিক সিং, দুষারা বিজয়ন, রোহিণী, রাও রমেশ, অভিরামী ও রমেশ তিলক। কয়েক দিন আগেই  ‘কউন বনেগা ক্রোড়পতি’র সিজন ১৭ শেষ করলেন অমিতাভ। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement