Advertisement

Amitabh Bachchan: 'সিঁদুর দিল ভারত...', বাবার কবিতা দিয়ে সেনাবাহিনীকে কুর্নিশ অমিতাভের

২০ দিন পর নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। হরিবংশ রাই বচ্চনের কবিতা লিখে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন তিনি। অপারেশন সিঁদুর নিয়ে কী লিখলেন বলিউড শাহেনশা?

Amitabh Bachchan Amitabh Bachchan
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 May 2025,
  • अपडेटेड 4:30 PM IST
  • সেনাবাহিনীকে কুর্নিশ অমিতাভের
  • বাবার কবিতা লিখলেন এক্স পোস্টে
  • অপারেশন সিঁদুর নিয়ে আবেগঘন বিগ বি

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। প্রায় ২০ দিন পর ফের এক্স হ্যান্ডলে পাওয়া গেল অভিনেতার পোস্ট। রবিবার সকালে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দীর্ঘ আবেগঘন বার্তায় ভারতীয় সেনার   ‘প্রিসিশন স্ট্রাইক’-কে সমর্থন জানালেন তিনি। সঙ্গে ছিল বাবা হরিবংশ রাই বচ্চনের বিখ্যাত কবিতার অংশও। এই কবিতাই বলিউড শাহেনশার 'অগ্নিপথ' ছবিতেও ব্যবহার করা হয়েছিল।

'স্ত্রী চোখের সামনে স্বামীকে গুলিতে ঝাঁঝরা হতে দেখেছিলেন...', ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার নৃশংসতার কথা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন অমিতাভ বচ্চন। একজন স্ত্রীর শোকাতুর হৃদয়ের বেদনা তুলে ধরেন অভিনেতা। অমিতাভের লেখায় উঠে আসে সেই নারীর অসহায় আর্তির কথা। তাঁর কথায়, 'ছুটির অবসরে, ওই রাক্ষস, নির্দোষ স্বামী-স্ত্রীকে বাইরে টেনে এনে, স্বামীকে নগ্ন করে, তাঁর ধর্ম ষাচাই করার পর যখন তাঁকে গুলি করতে শুরু করল, তখন স্ত্রী হাঁটু গেড়ে বসে অনুরোধ করল, তাঁর স্বামীকে যেন না মারা হয়। কিন্তু সেই নির্বোধ রাক্ষস তাঁর স্বামীকে খুবই নির্মম ভাবে গুলি করে তাঁকে বিধবা করে দিল! স্ত্রী যখন বলল, আমাকেও মেরে দাও! তখন রাক্ষস বলল, না, তুই গিয়ে, ... কে বলবি’! যদিও এই '...' বলতে তিনি যে নরেন্দ্র মোদীর কথা বলেছেন তা এক্স হ্যান্ডেলের পোস্টে উল্লেখ করেননি অমিতাভ। 

 

বাবার লেখা কবিতার অংশ তুলে ধরে বিগ বি লেখেন, 'হাথ মে শ্মশান কি রাখ,
ফির ভি দুনিয়া কহতি হ্যায় — মাং মে সিঁদুর ভরো! অউর ওহ সিঁদুর দিয়া ভারত নে — অপারেশন সিঁদুর!' পোস্টের শেষে তিনি লেখেন, 'জয় হিন্দ। জয় হিন্দের সেনা। থামবে না, ফিরবে না, মাথা নত করবে না— এই শপথ, এই অগ্নিপথ!'

উল্লেখ্য, ভারত-পাকিস্তান অশান্তির আবহে গত কয়েকটি পোস্টে শুধু নম্বর লিখেছিলেন অমিতাভ বচ্চন। কোনও বক্তব্য ছিল না। ফলে ভক্তদের মধ্যে খানিকটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। আবার এবারের পোস্ট দেখে অনেকে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপকে প্রশংসা করেছেন অথচ, তাঁর নাম উল্লেখ করলেন না কেন অভিনেতা? 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement