Advertisement

Hiran Chatterjee First wife: 'ডিভোর্স হয়নি আমাদের', হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রথম স্ত্রী অনিন্দিতার

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া তোলপাড় বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি ঘিরে। বারাণসীতে হিন্দু রীতি মেনে বিয়ে করেন হিরণ চট্টোপাধ্যায়। পাত্রী মডেল ও আইনজীবী ঋতিকা গিরি। নেট দুনিয়ায় যখন হিরণের বিয়ে নিয়ে শোরগোল তুঙ্গে ঠিক তখনই বিধায়ক-অভিনেতার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় bangla.aajtak.in-কে স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর সঙ্গে বিজেপি বিধায়কের ডিভোর্সই হয়নি।

হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে কী বলছেন স্ত্রী অনিন্দিতা?হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে কী বলছেন স্ত্রী অনিন্দিতা?
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 7:50 PM IST
  • মঙ্গলবার সোশ্যাল মিডিয়া তোলপাড় বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি ঘিরে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া তোলপাড় বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি ঘিরে। বারাণসীতে হিন্দু রীতি মেনে বিয়ে করেন হিরণ চট্টোপাধ্যায়। পাত্রী মডেল ও আইনজীবী ঋতিকা গিরি। নেট দুনিয়ায় যখন হিরণের বিয়ে নিয়ে শোরগোল তুঙ্গে ঠিক তখনই বিধায়ক-অভিনেতার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় bangla.aajtak.in-কে স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর সঙ্গে বিজেপি বিধায়কের ডিভোর্সই হয়নি। 

২০০০ সালের ১১ ডিসেম্বর বিয়ে হয়েছিল হিরণ ও অনিন্দিতার। গত বছরই তাঁদের বিয়ের ২৫ বছর পূর্তি হয়। তাঁদের ১৯ বছরের একটি মেয়েও রয়েছে। আইনি বিচ্ছেদ তো দূর, তাঁদের কোনও আইনি বিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়নি। আজতক বাংলাকে অনিন্দিতা বলেন, 'ডিভোর্স হয়নি আমাদের। হাস্যকর না, আমাদের হিন্দু মতে যতক্ষণ না ডিভোর্স হয়, প্রথমত, হিন্দু মতে দুটো বিয়ে করা যায় না, একটা বিয়ে থাকাকালীন। সেই হিসাবে দেখতে গেলে এটা হাস্যকর, বেআইনি। এটার কোনও ভিত্তি নেই। আমাদের ডিভোর্স হয়নি যখন তখন তো প্রশ্নই উঠছে না।'  

ছবি সৌজন্যে: ফেসবুক

অনিন্দিতা এও বলেন যে ডিভোর্সের যে প্রক্রিয়া তাতে সেপারেশন বা আলাদা থাকার কোনও বিষয়ও তাঁর ও হিরণের মধ্যে ছিল না। সোশ্যাল মিডিয়ায় আচমকা স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে অনিন্দিতা বিস্মিত। তিনি বলেন, 'আমি তো নিজের সুখ-দুঃখ ভুলে গিয়েছি। মেয়ের মুখটাই মনে পড়ছে। এটাই দুঃখ হচ্ছে যে হয়তো ডিভোর্স করলে আমি হয়তো আমার অংশকে ছাড়িয়ে নিতে পারব কিন্তু মেয়ের বাবা হিসাবে হিরণ তো রয়েই যাবে। এটাই দুঃখের।' হিরণের স্ত্রী জানিয়েছেন যে মেয়েও সবটা জানে, কান্নায় গলা বুজে আসছে তার। সেন্ট জেভির্য়াস কলেজে সাইকোলজি নিয়ে পড়াশুনো করছে হিরণের মেয়ে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

অনিন্দিতা বলেন, 'মেয়ের সঙ্গে বাবার ভাল সম্পর্ক ছিল এমনটা বলব না। এগুলো জানার পর তো আর সম্পর্ক ভাল থাকে না। বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তি একেবারে কমে এসেছিল। আমরা তো মা-বাবাকে ছোট থেকে দেখে শিখি এবং তাঁদের আদর্শ হিসাবে মানি। সেরকম বাবার এরকম রূপ দেখলে কোনও মেয়েরই বাবার প্রতি ধারণাটাই বদলে যাবে।' হিরণের স্ত্রী বলেন এবার আর আবেগ দিয়ে নয়, বড়দের পরামর্শ মেনেই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। তাঁর ও মেয়ের জন্য যেটা ঠিক তিনি সেটাই করবেন বলে জানিয়েছেন। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কীভাবে ঋতিকা ও হিরণের আলাপ-পরিচয়, সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসলে তাঁদের সম্পর্কের কথা একরকম গোপনই ছিল। রাজনীতিতে যোগদান করার পর হিরণ মূলত খড়গপুরেই থাকতেন। মঙ্গলবার হঠাৎ করেই হিরণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বর বেশে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়। বেনারসের ঘাটে ঠিক এই রূপেই ধরা দিলেন হিরণ। বিজেপি নেতার পাশে লাল বেনারসিতে সেজে টুকটুকে নববধূ। যদিও বিয়েটা বেশ কিছুমাস আগে হয়েছে বলেই শোনা যাচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement