খুব অল্প সময়ের মধ্যেই অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড 'হুলিগানইজম' শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁদের গানে যেমন একদিকে থাকে সমসাময়িক সময়ের কথা, তেমনই থাকে বর্তমান রাজনীতি নিয়ে বিভিন্ন রসিকতা। পুজোর আগেই এই ব্যান্ডের 'মেলার গান' দারুণভাবে ভাইরাল হয়েছিল। সব মিলিয়ে অনির্বাণ-দেবরাজদের এই ব্যান্ড রীতিমতো চর্চিত। মাঝে মধ্যেই তাঁদের গান নিয়ে আলোচনা হয় বিস্তর। আর এরই মাঝে শ্রোতাদের জন্য খারাপ খবর নিয়ে এল হুলিগানইজম।
সম্প্রতি 'হুলিগানইজম'-এর অফিসিয়ার সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে বলা হয়েছে আগামী ১ নভেম্বর তাঁদের শো বাতিল করা হয়েছে। আসলে ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে ইউনিটি কনসার্ট ছিল। সেই তালিকা থেকে কোনও এক অজ্ঞাত কারণে 'হুলিগানইজম' ব্যান্ডকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই কনসার্টে ফসিলস, চন্দ্রবিন্দু, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়ার মতো ব্যান্ডেরা পারফর্ম করবে। কিন্তু 'হুলিগানইজম' এই কনসার্টে পারফর্ম করার অনুমতি পাইনি বলেই তাঁরা তাঁদের শেয়ার করা ওই বিবৃতিতে জানিয়েছেন।
এই ব্যান্ডের অন্যতম সদস্য় তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়া পেজেও এই বিবৃতি শেয়ার করেছেন। এই বিবৃতিতে লেখা রয়েছে, 'ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।' কলকাতা থেকে শুরু করে, কলকাতার বাইরে, এমনকি আমেরিকাতেও একাধিক শো করে ফেলেছে 'হুলিগানইজম'। দর্শকদের যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছে তাঁদের প্রত্যেকটা কনসার্ট। পুজোতেও তাঁদের গান মুক্তি পেয়েছে। আমেরিকাতেও সদ্য শো সেরে ফিরেছে এই ব্যান্ড।
এক সংবাদমাধ্যমকে এই ব্যান্ডের সদস্য দেবরাজ ভট্টাচার্য বলেন, 'আমাদের অনুষ্ঠান কেন বাতিল করা হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকরা। তবে আমার যতটা জানতে পেরেছি, ‘হুলিগানইজ়ম’ থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।' তবে এই ব্যান্ড তাঁদের পোস্টে জানিয়েছেন যে অনুষ্ঠান বাতিল হলেও গান বন্ধ হবে না। পোস্টে এও বলা, 'আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।' এই মন্তব্যের মধ্যে কোন ইঙ্গিত লুকিয়ে, তা বুঝতে কারোর বাকি নেই। উল্লেখ্য, পুজোর আগেই 'হুলিগানইজম'-এর একটি গান প্রকাশ হয়েছে। ‘পুজার গান’ নামে সেই গানে গ্রামগঞ্জের দুর্গাপুজোর ছবি রয়েছে। গানের কথাও আলোচনার কেন্দ্রে উঠে আসে।