Advertisement

Rupali Ganguly-Fawad Khan: ফাওয়াদের ওপর চটলেন রূপালী, প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন 'অনুপমা'র

Rupali Ganguly-Fawad Khan: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এখন চরমে। ভারত একের পর এক পাকিস্তানের হামলা ব্যর্থ করে চলেছে। তবে এই সংঘর্ষ শুধু দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে সংস্কৃতি জগতেও। ভারত-পাকিস্তানের এই অশান্তির মধ্যেই দুই দেশের তারকাদের মধ্যেও সম্পর্ক পুরোপুরি বিগড়ে গিয়েছে।

ফাওয়াদের ওপর চটলেন রূপালীফাওয়াদের ওপর চটলেন রূপালী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 May 2025,
  • अपडेटेड 2:55 PM IST
  • ভারত-পাকিস্তানের এই অশান্তির মধ্যেই দুই দেশের তারকাদের মধ্যেও সম্পর্ক পুরোপুরি বিগড়ে গিয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এখন চরমে। ভারত একের পর এক পাকিস্তানের হামলা ব্যর্থ করে চলেছে। তবে এই সংঘর্ষ শুধু দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে সংস্কৃতি জগতেও। ভারত-পাকিস্তানের এই অশান্তির মধ্যেই দুই দেশের তারকাদের মধ্যেও সম্পর্ক পুরোপুরি বিগড়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতে আর অভিনয় করতে পারবেন না পাকিস্তানি তারকা ফাওয়াদ খান। তাঁর অভিনীত আবির গুলাল ছবিটি ভারতে মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারই মাঝে ফাওয়াদ খানের অপারেশন সিঁদুর নিয়ে করা মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়।

দেশভক্তিতে ভরপুর রূপালী গঙ্গোপাধ্যায় ওরফে অনুপমা খ্যাত নায়িকার জোশ এখন বেশ তুঙ্গে। নায়িকা তাঁর এক্স হ্যান্ডেলে ফাওয়াদ খানকে আক্রমণ করেছেন। ফাওয়াদ খান অপারেশন সিঁদুর-এর সফলতার পর ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে পোস্ট করেন। অভিনেতা ভারতের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। ফাওয়াদের এমন প্রতিক্রিয়া দেখে অনুপমা অভিনেত্রী তাঁর রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তিনি ফাওয়াদ খানের ওপর ক্ষুব্ধ হয়ে এক্স হ্যান্ডেলে পাক অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 

রূপালী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, তোমার (ফাওয়াদ খান) ভারতীয় সিনেমায় কাজ করাও আমাদের জন্য লজ্জাজনক। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত পোস্ট করে পাকিস্তানি তারকাদের কটাক্ষ করে চলেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন রেখেছেন রূপালী। এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, প্রতিটি চোখের জলের বদলা নেওয়া হবে। অনেক হয়ে গেছে। মোদীজি ওদের পুরোপুরি শেষ করে দিন। রূপালী তাঁর পোস্টে এও বলেন, শান্তির দিন এখন শেষ। জোরদারভাবে সন্ত্রাসের জবাব দেওয়া হবে। রূপালী প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেছেন। ওটিটিতে ভারতীয় কন্টেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন। 

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর পর তা নিয়ে তীব্র সমালোচনায় নামেন পাক তারকারা। তীব্র নিন্দা করেছেন ভারতের এই কাজকে। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এরই নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। আর ভারতের এই প্রত্যাঘাতকে তীব্র নিন্দা করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান এবং হানিয়া আমির। এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষোচিত বলে দাবি করেছেন তাঁরা। ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই লেখা দেখা যাচ্ছে 'অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। পাক তারকাদের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাবে না।   

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement