Advertisement

Ahana Dutta: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, ঘর ছাড়েন অহনা, হঠাৎ কার কথা মনে পড়ল 'মিশকা'র

Ahana Dutta: মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরেছেন ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা মিশকা ওরফে অহনা দত্ত। টেলিপাড়ায় তাঁর ও প্রেমিক দীপঙ্করের মাখো মাখো প্রেম রীতিমতো চর্চিত। গত বছর থেকেই চর্চায় রয়েছেন ছোটপর্দায় এই জনপ্রিয় মুখ। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য এই সম্পর্ক মেনে নিতে পারেননি অহনার মা।

অহনা দত্তঅহনা দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2024,
  • अपडेटेड 10:57 AM IST
  • মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরেছেন ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা মিশকা ওরফে অহনা দত্ত।

মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরেছেন ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা মিশকা ওরফে অহনা দত্ত। টেলিপাড়ায় তাঁর ও প্রেমিক দীপঙ্করের মাখো মাখো প্রেম রীতিমতো চর্চিত। গত বছর থেকেই চর্চায় রয়েছেন ছোটপর্দায় এই জনপ্রিয় মুখ। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য এই সম্পর্ক মেনে নিতে পারেননি অহনার মা। আর তা নিয়েই গত একবছর ধরে চলছে তুলকালাম কাণ্ড। কিন্তু এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। তিনি বরং ডুবে রয়েছেন তাঁর ভালোবাসার জগতে। যার উদাহরণ পাওয়া গেল সদ্য। 

অহনার শূন্যস্থান পূরণ করেছেন দীপঙ্কর। আর সেই কথা ফের সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বললেন মিশকা ওরফে অহানা। অভিনয় জীবন মাত্র এক বছরের। আর এর মধ্যেই খলনায়িকা হিসাবে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। শুধু তাই নয়, ১০০ টা শো অতিক্রম করলেন সম্প্রতি তিনি। আর সে নিয়েই পোস্ট করতে গিয়ে দীপঙ্করের প্রসঙ্গ উঠে এলো অহনার পোস্টে। অহনা তাঁর পোস্টে জানিয়েছেন প্রতিদিনের শ্যুটিংয়ের পর বিভিন্ন জায়গায় শো করার উৎসাহ তাঁকে দীপঙ্কই জোগান। 

অহনা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে গাড়িতে অহনার কোলে বালিশ রেখে শুয়ে রয়েছেন দীপঙ্কর। অভিনেত্রী এই পোস্টে জানিয়েছেন যে এই দৃশ্যটা সাধারণত উল্টো হয়। অর্থাৎ অহনা দীপঙ্করের কোলে মাথা রেখে গাড়িতে আসেন। অহনা জানিয়েছেন, তিনি লেখেন, “খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম! কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা শো-তে যেই মানুষটা যায়, সে আমার একমাত্র ভালবাসার মানুষ। যখন ওকে বললাম যে, আমি ঠিক পারব আমাকে ছেড়ে দাও। তখন ও বলে, একটা দায়িত্ব আছে তো নাকি!” এরপরই অহনার মায়ের কথা মনে পড়ে। তিনি এরপর লেখেন, “হয়তো মায়ের সঙ্গে থাকলে মা-ও তাই করত। কিন্তু তুমি তো আমায় জন্ম দাওনি। তা হলে প্রথম দিন থেকে এত নিঃস্বার্থ হলে কী ভাবে! যে নিজের জীবনের পুরো নিয়মই পাল্টে ফেললে!”

Advertisement

মায়ের সঙ্গে দুরত্ব আসলেও মাকে তো ভোলা যায় না। আর দীপঙ্করের মাধ্যমে অহনা তাঁর মায়ের কথাই মনে করল। অহনা ও দীপঙ্করের সম্পর্ক মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে অহনার প্রেম নিয়ে কম চর্চা হয়নি টেলিপাড়ায়। সেই কারণেই মায়ের থেকেও দূরে চলে গেছেন। তবে অহনা ভাল আছেন তা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা যাচ্ছে অহনাকে। 

Read more!
Advertisement
Advertisement