বাংলা টেলিভিশনের জাঁদরেল খলনায়িকা হিসাবে পরিচিত অহনা দত্ত। 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে মিশকা চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান অভিনেত্রী। শুধু তাই নয়, এবার বড়পর্দাতেও ডেবিউ করতে চলেছেন অহনা। ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর চর্চা কম নয়। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-এর সঙ্গে লিভ-ইন রিলেশনে রয়েছেন অহনা। যে কারণে অভিনেত্রীর মায়ের সঙ্গে তাঁর কথা বন্ধ। আর এরই মধ্যে অহনা-দীপঙ্কর শোনালেন সুখবর।
এমনিতেই অহনা-দীপঙ্করের সম্পর্ক তিন বছরে পা দিল। আর এরই মধ্যে তাঁদের পরিবারে এল ছোট্ট সদস্য। যাকে ঘিরে আনন্দের শেষ নেই অহনা-দীপঙ্করের সংসারে। একরত্তির সঙ্গে আদুরে ছবি ও ভিডিও পোস্ট করেছেন অহনা। তবে না, অহনা-দীপঙ্করের সন্তান নয় আবার সন্তানের চেয়ে কমও নয়। সেই খুদে আর কেউ নয়,জুটির নতুন পোষ্য। একটি মিষ্টি সারমেয়কে ঘরে এনেছেন অহনা। দের নাম রেখেছেন চিনি। অনুরাগীদের সঙ্গে চিনির আলাপও করেছেন অভিনেত্রী। অহনা জানিয়েছেন, এখন তাঁদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। দীপঙ্করের মায়ের মৃত্যু হয়েছে মাস কয়েক আগে। হবু শ্বশুর, দীপঙ্কর আর পোষ্যদের নিয়ে সাজানো সংসার অহনার।
এই বছরই নতুন বাড়ি কিনেছেন অহনা-দীপঙ্কর। সব খুশির মাঝে বিষাদের স্বাদও এসেছে অহনা-দীপঙ্করের জীবনে। দীপঙ্করের মা তথা অভিনেত্রীর হবু শাশুড়ির মৃত্যু হয়েছে। অহনাকে তিনি মায়ের মতোই আগলে রাখতেন। শাশুড়ির মৃত্যুর পর শ্বশুরকে ভাল রাখার দায়িত্ব অহনার। সেটা যথাযত পালন করেন তিনি। অনুরাগের ছোঁয়া সেটেই দীপঙ্করের সঙ্গে পরিচয় অহনার। বন্ধুত্ব থেকে প্রেম। ডিভোর্সি, বয়সে বড় দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্কে সায় ছিল না অহনার মায়ের। তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন অহনা। দীপঙ্করের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি।
ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দায় মিশকা। ডিসেম্বর শেষেই মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ছবি সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে অহনাকে দেখা যাবে ঋত্ত্বিক চক্রবর্তীর স্ত্রী ভূমিকায়। জীবনে এত বড় সুযোগ তাও আবার রাজের ছবিতে ডেবিউ, সেটা ভাবতেই পারছেন না অহনা। অভিনয় আর সম্পর্ক দুটোর দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন অহনা।