Advertisement

AR Rahman: 'এআর রহমান হিন্দু ধর্মে ফিরে আসুন,' BJP-র অর্জুনের মন্তব্যে বিতর্ক

এআর রহমান আক্ষেপের সুরে জানিয়েছেন, তিনি বর্তমানে আর আগের মতো কাজ পাচ্ছেন না। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আগুনে ঘৃতাহুতি দিলেন বাংলার প্রাক্তন BJP সাংসদ অর্জুন সিং। তাঁর মতে, এআর রহমানের উচিত হিন্দু ধর্মে ফিরে আসা।

অর্জুন সিং, এআর রহমানঅর্জুন সিং, এআর রহমান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 3:35 PM IST
  • তিনি বর্তমানে আর আগের মতো কাজ পাচ্ছেন না
  • দাবি করেছিলেন এর রহমান
  • সঙ্গীতশিল্পীকে হিন্দু ধর্মে ফিরে আসার পরামর্শ অর্জুন সিংয়ের

এআর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের জেরে বিতর্ক তুঙ্গে। তিনি বলেছিলেন, 'আগের মতো আর কাজ পাচ্ছি না।' এ প্রসঙ্গে এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন BJP সাংসদ অর্জুন সিং এই তীব্র কটাঙক্ষ করেছেন। তাঁর কথায়, 'এআর রহমানের সনাতন ধর্মে ফিরে আসা উচিত তাহলে।'

অর্জুন সিং আরও বলেব, 'আমি এআর রহমানের প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। রহমান চলচ্চিত্র জগতে এগিয়ে যাওয়ার জন্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সময়ে বলিউড কিছু নির্দিষ্ট ব্যক্তির প্রভাবে ছিল।'  প্রাক্তন সাংসদের মতে, 'বলিউডের ছবিগুলি আজকাল ভাল ব্যবসা করছে না। দক্ষিণ ভারতের ছবিগুলি আরও জনপ্রিয়তা পাচ্ছে। দক্ষিণ ভারতীয় ছবির গল্প এবং উপস্থাপনা আরও ভাল, তাই মানুষ ডাব করা ছবিও দেখছে।'

বলিউড নিজের শিকড় থেকে দূরে চলে গিয়েছে বলেও মনে করছেন অর্জুন সিং। সেই প্রভাবেই এখন দৃশ্যমান। তাঁর দাবি, 'দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। কিছু অভিনেতা আজ নিরাপত্তাহীনতা বোধ করছেন তাই।' 

নিজের বিবৃতিতে এআর রহমানকে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে আসার আবেদন জানান অর্জুন সিং। BJP নেতার কথায়, 'ভবিষ্যতে ভারত একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।'

এর আগে অনুপ জলোটাও এআর রহমানের বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'এআর রহমানের হিন্দু ধর্মে ফিরে আসা উচিত। তারপর তিনি আবার কাজে পেতে শুরু করেন।'

অস্কারজয়ী সুরকার এ আর রহমানের বলিউডে কাজ না পাওয়ার কারণ বিতর্কে মুখ খুলেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও। বলিউডে সাম্প্রাদায়িক ভেদাভেদ নিয়ে রহমান যে গুরুতর দাবি করেছেন, তার প্রেক্ষিতে তসলিমার বক্তব্য, 'আমি যতদূর জানি, বলিউডের অন্যান্য সব শিল্পীদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন এআর রহমান। ভারতে তিনি অত্যন্ত খ্যাতনামা। আসলে যাঁরা জনপ্রিয় ও ধনী, তাঁদের কোনও ক্ষেত্রেই কোনও রকম এই ধরনের বাধার মুখে পড়তে হয় না।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement