Advertisement

Koneenica Banerjee: সিরিয়ালে ফিরছেন কনীনিকা? যা জানালেন 'রান্নাঘর'-এর সঞ্চালিকা

Koneenica Banerjee: ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই হাত পাকিয়ে ফেলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকেই কনীনিকার উত্থান। তবে এখন আর অভিনেত্রীকে কোনও সিরিয়ালে দেখা যায় না। তবে জি বাংলার রান্নাঘর দক্ষ হাতে সামলাছেন তিনি। সঙ্গে সংসার ও সন্তান সবটাই সামলাচ্ছেন একা হাতে।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়কনীনিকা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2025,
  • अपडेटेड 11:33 AM IST
  • ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই হাত পাকিয়ে ফেলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই হাত পাকিয়ে ফেলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকেই কনীনিকার উত্থান। তবে এখন আর অভিনেত্রীকে কোনও সিরিয়ালে দেখা যায় না। তবে জি বাংলার রান্নাঘর দক্ষ হাতে সামলাছেন তিনি। সঙ্গে সংসার ও সন্তান সবটাই সামলাচ্ছেন একা হাতে। বেশ কিছু বছর ধরেই সিরিয়ালে দেখা পাওয়া যাচ্ছে না কনীনিকাকে। হঠাৎ করে কেন সিরিয়াল থেকে বিদায় নিলেন অভিনেত্রী? সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কারণ জানিয়েছেন রান্নাঘরের সঞ্চালিকা। 

টলিউড বা টেলিভিশনের তারকারা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভক্ত-অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সম্প্রতি সেরকমই এক প্রশ্নোত্তর পর্বে কনীনিকাকে তাঁরই এক ভক্ত জিজ্ঞাসা করেন যে কবে তাঁকে আবার আগের মতো সিরিয়ালে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কনীনিকা বলেন যে সিরিয়ালে কাজ করার অর্থই হল যাতায়াত-শ্যুটিং মিলিয়ে প্রায় ১৭-১৮ ঘণ্টার ধাক্কা। আর এখন অভিনেত্রীর মেয়ে কিয়া অনেকটাই ছোট। তাকেও সময় দিতে হয়। তাই এখন সিরিয়ালে ফেরার কোনও ইচ্ছে অভিনেত্রীর নেই। এরই সঙ্গে কনীনিকা এটাও জানিয়েছেন যে তাঁকে প্রতিদিনই রান্নাঘর-এ দেখা যাচ্ছে। 

সম্প্রতি শোনা যাচ্ছিল যে সিরিয়ালে ফিরছেন নাকি কনীনিকা বন্দ্যোপাধ্যায়। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জিতু কমল অর্থাৎ আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে কনীনিকাকে। চিত্রনাট্য অনুযায়ী তাঁর মা ‘রাজলক্ষ্মী সিংহ রায়’। কিন্তু তিনি নায়কের আসল মা নন! এই আসল মায়ের চরিত্রে নাকি দেখা যেতে পারে কনীনিকাকে। দিনকয়েকের মধ্যে শুটিং শুরু হবে তাঁর। যদিও এই খবরটি একেবারেই মিথ্যে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কনীনিকা। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী-সঞ্চালিকা বলেন যে আপাতত ধারাবাহিকে ফেরার কোনও ভাবনা তাঁর নেই। 

টলিপাড়ায় অভিনেত্রী হিসাবে যথেষ্ঠ পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এক আকাশের নীচে সিরিয়ালের মাধ্যমে কনীনিকা অভিনয় জগতে পা রাখেন। অভিনেত্রীর অভিনয় বরাবরই প্রশংসিত। সিনেমাতেও তাঁর অভিনয় ছিল নজরকাড়া। কনীনিকাকে শেষবার সিরিয়ালে দেখা গিয়েছে অন্দরমহল ধারাবাহিকে। এরপরই তিনি টেলিভিশন থেকে বিরতি নেন। কিছু মাস পর রান্নাঘর শো-তে সঞ্চালিকার ভূমিকায় কামব্যাক করেন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement