Advertisement

Prantik Ankita Separation: প্রান্তিক-অঙ্কিতার ভাঙা দাম্পত্য কি জুড়ছে? বিয়ের ছবি ঘিরে জল্পনা

শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে ঘুরতে গিয়ে চারহাত এক হয়েছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর। কিন্তু বিয়ের তিন বছর হতে না হতেই হঠাৎ করে তাঁদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে। যা নিয়ে রীতিমতো টেলিপাড়া উত্তাল।

প্রান্তিক-অঙ্কিতার দাম্পত্য জোড়া লাগছে?প্রান্তিক-অঙ্কিতার দাম্পত্য জোড়া লাগছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে ঘুরতে গিয়ে চারহাত এক হয়েছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর।

শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে ঘুরতে গিয়ে চারহাত এক হয়েছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর। কিন্তু বিয়ের তিন বছর হতে না হতেই হঠাৎ করে তাঁদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে। যা নিয়ে রীতিমতো টেলিপাড়া উত্তাল। তাঁদের ডিভোর্সের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই বিয়ের ছবি পোস্ট করেন অঙ্কিতা। আর সেই ছবি সামনে আসার পর অনেকেই মনে করছেন যে তাঁদের মধ্যে হয়তো সব দুরত্ব মিটে গিয়েছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা একটি ছবি পোস্ট করেন। ছবিটি প্রান্তিক-অঙ্কিতার বিয়ের মুহূর্তের। আর ছবি দেখেই দর্শকের মনে নতুন করে নানা প্রশ্ন ডানা মেলেছে। অনেকেরই মনে হয়েছে, তা হলে কি সম্পর্কের দূরত্ব মুছে কাছাকাছি আসতে চলেছে অঙ্কিতা-প্রান্তিক। যদিও এ বিষয়ে অঙ্কিতা ও প্রান্তিক দুজনেই জানিয়েছেন যে এটা তাঁদের ফ্যানপেজ থেকে কোনওভাবে পোস্ট করা হয়েছে। বিষয়টি একেবারেই তাঁদের অগোচরে হয়েছে। ছবির বিষয়ে একেবারেই ওয়াকিবহাল নন তাঁরা। যা সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে নতুন করে কিছুই ভাবছেন না। আপাতত কাজেই মন দিতে চান দু'জনে।

অর্থাৎ তাঁরা আর নতুন করে শুরু করতে চান না, এই মুহূর্তে অঘ্কিতা ও প্রান্তিক দুজনেই একা এবং দুজনের ছাদও আলাদা। ১২ বছরের বন্ধুত্ব তাঁদের। অনেকটা সময়ই একসঙ্গে কাটাতেন। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই হঠাৎ করে বিয়ে করে নেন প্রান্তিক এবং অঙ্কিতা। যদিও হিন্দুশাস্ত্র মতে বিয়ে করেননি তাঁরা। বৈদিক মতে বিয়ে সেরেছিলেন। অঙ্কিতাকে কাজের সূত্রে মুম্বই থাকতে হয় আর প্রান্তিক কলকাতায়। কোনওভাবে এই দুরত্ব তাঁদের দাম্পত্যে চিড় ধরিয়েছে কিনা, সেটা স্পষ্ট নয়। যদিও দাম্পত্য ভাঙার খবর প্রথম সামনে আনেন প্রান্তিক। অঙ্কিতা তাঁর ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান। 

আপাতত তাঁদের তাঁদের পেশাজীবন গোছাতেই ব্যস্ত। একসময় তাঁদর মাখো মাখো প্রেম উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়ায়। প্রান্তিকের আগে অঙ্কিতার একটি সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী অনেক আগেই। এরপরেই প্রান্তিকের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। প্রথমে বন্ধুত্ব ও পরে তা প্রেমে পরিণত হয়।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement