Advertisement

Television Gossip: বিয়ের তিনমাসের মাথায় বিচ্ছেদ? ইঙ্গিতপূর্ণ পোস্ট শার্লি-অভিষেকের

Television Gossip: সদ্যই আইনি বিয়ে ও এনগেজমেন্ট সেরেছিলেন টেলিপাড়ার পরিচিত মুখ অভিষেক বসু ও শার্লি মোদক। আচমকাই তাঁদের বিয়ের খবরে হতবাক হয়েছিলেন অনেকেই। যদিও প্রেমের গুঞ্জন ছিল বহুদিন ধরেই। আইনি বিয়ের পর বেশ ভালই চলছিল শার্লি ও অভিষেকের জীবন।

অভিষেক-শার্লিঅভিষেক-শার্লি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 10:55 PM IST
  • সদ্যই আইনি বিয়ে ও এনগেজমেন্ট সেরেছিলেন টেলিপাড়ার পরিচিত মুখ অভিষেক বসু ও শার্লি মোদক।

সদ্যই আইনি বিয়ে ও এনগেজমেন্ট সেরেছিলেন টেলিপাড়ার পরিচিত মুখ অভিষেক বসু ও শার্লি মোদক। আচমকাই তাঁদের বিয়ের খবরে হতবাক হয়েছিলেন অনেকেই। যদিও প্রেমের গুঞ্জন ছিল বহুদিন ধরেই। আইনি বিয়ের পর বেশ ভালই চলছিল শার্লি ও অভিষেকের জীবন। কিন্তু আইনি বিয়ের তিনমাস যেতে না যেতেই ছন্দপতন হল নাকি। অভিষেক ও শার্লির সোশ্যাল মিডিয়া পেজে ইঙ্গিত মিলছে সেরকমই কিছুর। তবে কি সম্পর্ক ভাঙতে চলেছে?

চলতি বছরের এপ্রিলে আইনি বিয়ে ও আংটি বদল করেন অভিষেক ও শার্লি। দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই শুভকাজ সারেন। সামাজিক মতে বিয়েও খুব শীঘ্রই করার কথা ছিল। এরপর পাহাড়ে হানিমুনেও যান অভিষেক-শার্লি। ফিরে এসে অভিষেক ফুলকি সিরিয়ালের শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে সেই ধারাবাহিক থেকে ছুটি নেন শার্লি। তবে কাজ বন্ধ হয় না। জি বাংলার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে এবার থেকে 'মধুবনী'র চরিত্রে দেখা যেতে চলেছে শার্লিকে। সম্প্রতি দুজনকে নাচের রিলসও শেয়ার করতে দেখা গিয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু বিয়ের এই কদিনের মাথায় বিচ্ছেদের গুঞ্জন নবদম্পতিকে ঘিরে। বুধবার শার্লি ও অভিষেক দুজনের সোশ্যাল মিডিয়া পেজেই ছিল ইঙ্গিতপূর্ণ পোস্ট। শার্লি স্ট্যাটাস দেন, ‘নাথিং ইজ পার্মানেন্ট’। অর্থাৎ কোনও কিছুই চিরস্থায়ী নয়। অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও। লিখেছেন, ‘সামথিংস ব্রেক ইয়োর হার্ট বাট, ফিক্স ইয়োর ভিশন’। অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয়। আর এই পোস্ট সামনে আসতেই সকলের মনে প্রশ্ন জাগছে সব ঠিক আছে তো শার্লি ও অভিষেকের মধ্যে?

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ছোট পর্দার জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু। চলতি বছরের ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। তাঁদের প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, তা নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি তাঁরা। কিন্তু হঠাৎ করে কেন এই পোস্ট কাঁরা দিল সেই বিষয়টিও স্বচ্ছ নয়। এর আগেও অভিষেকের দুটো সম্পর্ক ভেঙেছে। অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিষেক সুরভি মল্লিকের প্রেমে পড়েন। ব্রেক-আপের তিন মাসের মধ্যেই সুরভির সঙ্গে সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলেছিলেন নায়ক। এই সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা ছিলেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক ভাঙার খবর।

Advertisement

অন্যদিকে, 'ভাগ্যলক্ষ্মী' খ্যাত নায়িকা শার্লি মোদকেরও এটা প্রথম প্রেম নয়। এর আগে তিনি মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে ২০২৩ সাল নাগাদ প্রথম তাঁদের সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্যে আসে। কিন্তু তা ফের জোড়া লাগে। তবে জোড়া লাগলেও এই সম্পর্ক বেশি দিন টেকেনি। ফের গত বছর অক্টোবর নাগাদ তাঁদের বিচ্ছেদ হয়। সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।

Read more!
Advertisement
Advertisement