Advertisement

Arijit Singh Cancelled Concert- Pahalgam Attack: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা, প্রতিবাদে বড় সিদ্ধান্ত অরিজিতের

Pahalgam Attack Updates: গত বছর আরজি কর-কাণ্ডের সময়ে 'আর কবে' শীর্ষক গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অরিজিত্‍ সিং (ফাইল ছবি)অরিজিত্‍ সিং (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 7:24 PM IST

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। শিরোনামে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। বিদেশী শিল্পীদের সঙ্গে বাড়িতে বসেই জ্যামিং করেন। কখনও ঘুরে বেড়ান জিয়াগঞ্জের অলিতেগলিতে। সামাজিক হোক কিংবা রাজনৈতিক ইস্যু, সোশ্যাল মিডিয়ায় নয়, বরং ভিন্নভাবে তাঁর প্রতিবাদ করেন শিল্পী।

গত বছর আরজি কর-কাণ্ডের সময়ে 'আর কবে' শীর্ষক গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। মঙ্গলবার রাতে স্বপ্নের কাশ্মীর যেভাবে রক্তাক্ত হয়ে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, তাতে মর্মাহত সকলে। বাকরুদ্ধ তারকাও বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে কোনও মন্তব্য করেননি অরিজিৎ। তবে যথারীতি প্রতিবাদ জানিয়েছেন নিজের কায়দায়। 

কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কনসার্ট  বাতিল করলেন অরিজিৎ সিং। আগামী  ২৭ এপ্রিল চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পহেলগাঁও-র দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। অরিজিতের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে একথা জানানো হয়। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, "একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।" যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে আয়োজকদের তরফে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। গুরুতর জখম ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। পহেলগাঁওয়ে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিদের নাম ও ছবি প্রকাশ্যে আসে বুধবার। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সরকার। যারা সামান্য আহত হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক চলছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement