Advertisement

Arijit Singh Concert Viral Video: মঞ্চে গান গাইতে গাইতেই শুয়ে পড়লেন অরিজিৎ! গায়কের কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেনরা

Arijit Singh Consert: দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। সম্প্রতি ভাইরাল হয়েছে গায়কে ওড়িশা কনসার্টের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন হাজার হাজার শ্রোতা।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 1:43 PM IST

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। শিরোনামে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। সম্প্রতি ভাইরাল হয়েছে গায়কে ওড়িশা কনসার্টের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন হাজার হাজার শ্রোতা। এদিকে মঞ্চেই শুয়ে পড়লেন গায়ক। 

গান গাওয়ার মাঝে ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলেন অরিজিৎ। এমনকী কনসার্ট চলাকালীন ভাল করে 'কানেক্ট' করেন। অনুরাগীদের মনোরঞ্জনে যাতে ত্রুটি না থাকে, সে চেষ্টাই করেন তিনি। সেরকমই করছিলেন  এদিনের কনসার্টেও। অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গান গাইতে মঞ্চের একেবারে সামনের ধারে এসে শুয়ে পড়েছেন শিল্পী। হাত বাড়িয়ে আদর করেন সামনেই দাঁড়ানো এক খুদেকে। প্রিয় শিল্পীর কানে কানে তাঁকে কিছু বলতেও দেখা গেল। অরিজিৎ সব কথা মন দিয়ে শুনে,তার হাত ধরে হাতে চুমু খান। 

 

আরও পড়ুন

 

অরিজিতের ওড়িশা কনসার্টের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সুপারহিট ওড়িয়া গান 'রঙ্গবতি' গেয়ে মঞ্চ মাতিয়েছেন শিল্পী। যা শুনে উচ্ছ্বসিত উপস্থিত শ্রোতারা। সকলেই বলেন অরিজিৎ সিং একেবারে মাটির মানুষ। তবে খুদের সঙ্গে গায়কের এই কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেনরা। নেটমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে ভিডিওগুলি।   


 

'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি।  ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করার সময়ই 'ফেম গুরুকুল'-এর এক প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। যদিও একথা গুজব বলেই উড়িয়েছেন রূপরেখা। এমনকী ২০২১ সালে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি জানান, এই তথ্য একেবারেই ভুল। তাঁর অরিজিৎ-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।

Advertisement

 

পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম- বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে গিয়েছেন। 'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। 
 

Read more!
Advertisement
Advertisement