Advertisement

Arijit Singh: শান্তিনিকেতনে শ্যুটিং বিভ্রাট! অরিজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Complaint Against Arijit Singh: দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। ফের শিরোনামে শিল্পী। তবে এবার কোনও গান বা কনসার্ট নয়। গায়কের বিরুদ্ধে উঠল অভিযোগ।

অরিজিত্‍ সিং (ফাইল ছবি)অরিজিত্‍ সিং (ফাইল ছবি)
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 4:29 PM IST

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। আলোচনায় থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। ফের শিরোনামে শিল্পী। তবে এবার কোনও গান বা কনসার্ট নয়। গায়কের বিরুদ্ধে উঠল অভিযোগ। এমনকী অরিজিৎ ও নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। ঠিক কী ঘটেছে?   

অরিজিৎ সিং ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। জুন মাসে টিমের সঙ্গে বীরভূমের বিভিন্ন এলাকায় রেকি করে গিয়েছেন। এবার শ্যুটিং করতে লাল মাটির দেশে পাড়ি দিয়েছেন গায়ক। আর সেখানেই ঘটেছে বিপত্তি। শান্তিনিকেতনের বাসিন্দা কমলকান্ত লাহা, যিনি নিজেও একজন শিল্পী অরিজিৎ সিং এবং তাঁর নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে শ্যুটিং চলাকালীন হামলা এবং আংটি চুরির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

কমলকান্ত অভিযোগ করেন যে, বুধবার ব্যবসার কাজে কোপাই গ্রাম থেকে ধর্মতলা এলাকায় যাওয়ার রাস্তায়, তালতোড গ্রামে অরিজিৎ সিংয়ের শ্যুটিং চলছিল। সেখানে নিরাপত্তা কর্মীরা তাকে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু দশ মিনিট পার হওয়ার পরেও তাকে যেতে দেননি। তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই, নিরাপত্তা কর্মীরা তার মোটরবাইকের চাবি এবং হেলমেট ছিনিয়ে নেন। তিনি আরও অভিযোগ করেন, গায়কের নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে ধাক্কাধাক্কি এবং দুর্ব্যবহার শুরু করেন। এর পরে নিরাপত্তা কর্মীরা তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। পরে শান্তিনিকেতন থানার একজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

আরও পড়ুন

কমলকান্ত লাহার অভিযোগ, এই ধাক্কাধাক্কির সময় তার হাতের একটি সোনার আংটি উধাও হয়ে যায়। এই ঘটনার পর তিনি অরিজিৎ এবং তাঁর নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।  তিনি জানান, এই গোটা ঘটনায় অত্যন্ত ভীত এবং চিন্তিত।

প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের প্রথম ছবি 'সা' এখনও মুক্তি পায়নি। তবে এই মুহূর্তে শিল্পী ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। কী বিষয় নিয়ে দ্বিতীয় ছবি বানাতে চলেছেন , কারা অভিনয় করছেন সে বিষয়ে মুখ কুলুপ এঁটে  রয়েছেন অরিজিৎ ও তাঁর টিম।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement