
শিরোনামে অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে হঠাৎই সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে হতবাক সকলে। মুহূর্তে একেবারে হৈচৈ পড়ে যায় নেটমাধ্যমে। মন ভেঙেছে অনুগামীদের। কেউ আবার প্রশ্ন তুলছেন, এটা কোনও প্রচার কৌশল না তো? আবার কারও মতে, সময় থাকতে নিজে সরে গিয়ে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া তাঁর পক্ষেই সম্ভব। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এই নিয়ে নানা জলঘোলা হচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়ান বাংলার ছেলে অরিজিৎ সিং। আলোচনায় থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
ঠিক কী ঘটেছে?
নিজের সোশ্যাল পেজে পোস্ট করে অরিজিৎ সিং তাঁর অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, নয়া সফর শুরু করছেন। প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। সেই যাত্রাপথে ইতি টানলেন। কিন্তু গান চালিয়ে যাবেন, কাজ করবেন। গায়ক লেখেন, "নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লে ব্যাক সিঙ্গার হিসাবে কোনও নতুন দায়িত্ব নেব না। প্লে ব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল। ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।"
দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। ২০০৫ সালে গানের রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'-এ প্রতিযোগী হয়ে যোগ দেন তিনি। যদিও সেখানে তিনি বিজয়ী হননি।'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি।
২০১১ সালে 'মার্ডার ২' ছবির 'ফির মোহাব্বত' গানটি গেয়ে আরও পরিচিতি পেতে শুরু করেন অরিজিৎ সিং। এরপর, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'আশিকি ২'-র গান 'তুম হি হো' গাওয়ার পরে তাঁর জীবনের মোড় বদলে যায়। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়ককে। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি এবং কন্নড় ভাষায় গান গেয়েছেন। ৩০০ টিরও বেশি ছবিতে কণ্ঠ দিয়েছেন। শিল্পীর ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার সহ আরও অসংখ্য সম্মান। স্পটিফাই, ইউটিউব এবং অন্যান্য সঙ্গীত প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সর্বাধিক শ্রোতা ভারতীয় শিল্পীদের মধ্যে একজন অরিজিৎ।
প্রসঙ্গত, অরিজিৎ সিং বর্তমানে ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। গত জুন মাসে টিমের সঙ্গে বীরভূমের বিভিন্ন এলাকায় রেকি করেছেন। এরপর লাল মাটির দেশে ছবির শ্যুটিং করেন গায়ক। যদিও, অরিজিতের প্রথম ছবি 'সা' এখনও মুক্তি পায়নি। কী বিষয় নিয়ে দ্বিতীয় ছবি বানাচ্ছেন , কারা অভিনয় করছেন সে বিষয়ে মুখ কুলুপ এঁটে রয়েছেন অরিজিৎ ও তাঁর টিম। শিল্পীর এই বড় ঘোষণার পরে, এখন দেখার নিজের অনুগামী, দর্শকদের জন্য আর কী কী চমক দেন তিনি।