Advertisement

Arijit Singh: শুধু অরিজিৎ না, রিয়্যালিটি শো-তে হেরেও এই শিল্পীরা বিজয়ীদের চেয়েও বেশি সফল

Bollywood: অরিজিৎই ইন্ডাস্ট্রির প্রথম গায়ক নন যিনি, গানের রিয়্যালিটি শো-তে হেরে গিয়েও এত বড় সাফল্য পেয়েছেন। এই তালিকায় নেহা কক্কর এবং বিশাল মিশ্রসহ আরও অনেকের নাম রয়েছে। 

অরিজিৎ, মোনালি, রাহুল, নেহা অরিজিৎ, মোনালি, রাহুল, নেহা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 6:19 PM IST

শিরোনামে অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে হঠাৎই সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে হতবাক সকলে। মুহূর্তে একেবারে হৈচৈ পড়ে যায় নেটমাধ্যমে। মন ভেঙেছে অনুগামীদের। কেউ আবার প্রশ্ন তুলছেন, এটা কোনও প্রচার কৌশল না তো? আবার কারও মতে, সময় থাকতে নিজে সরে গিয়ে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া তাঁর পক্ষেই সম্ভব। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এই নিয়ে নানা জলঘোলা হচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়ান বাংলার ছেলে অরিজিৎ সিং। আলোচনায় থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। 

অরিজিৎ সিংয়ের কেরিয়ার শুরু 

তরুণদের কাছে আবেগের অন্য নাম অরিজিৎ সিং। তিনি এমন একজন গায়ক, যে কোনও 'গডফাদার' ছাড়াই ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেছেন। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। ২০০৫ সালে গানের রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'-এ প্রতিযোগী হয়ে যোগ দেন তিনি। যদিও সেখানে তিনি বিজয়ী হননি।'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। 

আরও পড়ুন

'ফেম গুরুকুল'-এ ফিনালের কাছাকাছি এসে বাদ পড়েন অরিজিৎ। সেসময় তাঁর বয়স ছিল ১৮ বছর। সেরা ছয়ে, পৌঁছেছিলেন তিনি। এই শো না জিততে পারলেও, মানুষের মন জয় করেছিলেন শিল্পী। কাজী তৌকির এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায় 'ফেম গুরুকুল' জিতেছিলেন। তবে, আজ অরিজিৎ কাজী ও রূপরেখার চেয়ে অনেক বেশি বিখ্যাত। তাঁদের চেয়ে অরিজিতের কেরিয়ারও বেশি সফল। অরিজিৎই ইন্ডাস্ট্রির প্রথম গায়ক নন যিনি, গানের রিয়্যালিটি শো-তে হেরে গিয়েও এত বড় সাফল্য পেয়েছেন। এই তালিকায় নেহা কক্কর এবং বিশাল মিশ্রসহ আরও অনেকের নাম রয়েছে। 

Advertisement

নেহা কক্কর

নেহা কক্কর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা। তাঁকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেব্যাক গায়িকাদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। তিনি ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে 'ইন্ডিয়ান আইডল ২'-এর মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। তাঁর শক্তিশালী কণ্ঠ দিয়ে তিনি শো-এর মনোযোগ আকর্ষণ করেছিলেন, কিন্তু শীঘ্রই বাদ পড়েন। কোনও ট্রফি ছাড়াই শো ছেড়েছিলেন নেহা। তবে পরিস্থিতি বদলে যায় এবং কয়েক বছর পর নেহা একই শো-তে বিচারক হিসেবে ফিরে যান।

বিশাল মিশ্র

একসময় 'ইন্ডিয়ান আইডল' রিয়্যালিটি শো-তে প্রত্যাখ্যাত পেয়েছিলেন। তিনি আজ তরুণদের একজন প্রিয় গায়ক। তাঁর এই যাত্রা অনুপ্রেরণাদায়ক। দু'বার 'ইন্ডিয়ান আইডল'-এ অংশ নিয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। তবে, এই প্রত্যাখ্যান বিশালকে হতাশ করনি। 'কবির সিং' ছবির গান তাঁর কেরিয়ারে নতুন গতি দেয়। তিনি বর্তমানে 'বর্ডার ২' ছবির জন্য আলোচনায় রয়েছেন। এই ছবির 'সন্দেশে আতে হ্যায়' গানটি গেয়েছেন। 

জুবিন নৌটিয়াল

জুবিন নৌটিয়ালকে কে না চেনে? তিনিও রিয়্যালিটি শো 'এক্স ফ্যাক্টরে'-র মাধ্যমে খ্যাতি অর্জন করেন। বিচারক সোনু নিগমকে মুগ্ধ করতে ব্যর্থ হন এবং সেরা ২৫-এ জায়গা করেতে পারেননি জুবিন। কিন্তু আজ, জুবিনের প্লেলিস্ট হিট গানে ভরপুর। তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠের গান, যেমন 'জিন্দেগি কুছ তো বাতা', 'রাতা লম্বিয়া', 'তুম হি আনা' এবং 'মেরি জিন্দেগি হ্যায় তু',সঙ্গীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়।

মোনালি ঠাকুর

মোনালি ঠাকুর  এক সময় 'ইন্ডিয়ান আইডল'-র প্রতিযোগী ছিলেন। কিন্তু ফাইনালের আগেই তিনি বাদ পড়ে যান এবং নবম স্থান অধিকার করেন। 'মোহ মোহ কে ধাগে', 'সাওয়ার লু'-র মতো হিট গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করেছেন মোনালি। ২০১৫ সালে, 'মোহ মোহ কে ধাগে' গানটির জন্য জাতীয় পুরস্কার জেতেন। তিনি 'রাইজিং স্টার' নামক একটি গানের অনুষ্ঠানের বিচারক হয়েছিলেন।

মেইয়াং চ্যাং

গায়ক এবং অভিনেতা মেইয়াং চ্যাং 'ইন্ডিয়ান আইডল' সিজন ৩-এ অংশগ্রহণ করেছিলেন। মেইয়াংয়ের অনন্য কণ্ঠের পাশাপাশি তাঁর মিষ্টি স্বভাব দর্শকদের মন জয় করে। শো-টি হেরে যান, কিন্তু এটি তাঁর কেরিয়ারের শেষ ছিল না। বরং এটা ছিল শুরু। গান ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও নিজেকে প্রসারিত করেন শিল্পী। বেশ কয়েকটি রিয়্যালিটি শো সঞ্চালনা করেছেন মেইয়াং। আজ তিনি একজন অভিনেতাও, এবং বেশ কয়েকটি ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

 রাহুল বৈদ্য

'ইন্ডিয়ান আইডল' সিজন ১-এ গায়ক রাহুল বৈদ্যকে দেখেছেন অনেকেই। অত্যন্ত প্রতিভাবান রাহুল, দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন, আর অভিজিৎ সাওয়ান্ত শো-টি জিতেছিলেন। না জিততে পারলেও তাঁর ভক্তসংখ্যা কমেনি। রাহুল তাঁর একক অ্যালবাম দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। আজ তিনি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত গায়ক। গানের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও রাজা হয়ে উঠেছেন। 'বিগ বস', 'লাফটার শেফ'-র মতো শো-তে অংশগ্রহণ করেছেন।

 

Read more!
Advertisement
Advertisement