Advertisement

Aryan khan Drug Case: আরিয়ান মাদক মামলার সাক্ষী প্রভাকরের অকস্মাৎ মৃত্যু, আইনজীবী যা জানালেন...

গতবছর ৩ অক্টোবর প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ৩০ অক্টোবর তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। এই মামলায় বর্তমানে দু'জন অভিযুক্ত জেল হেফাজতে রয়েছেন। বাকিরা জামিনে মুক্ত।

প্রভাকর সেইল ও আরিয়ান খান। প্রভাকর সেইল ও আরিয়ান খান।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2022,
  • अपडेटेड 11:58 AM IST
  • গতবছর মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ানকে।
  • প্রভাকর সেইল মামলার সাক্ষী।
  • আচমকা মৃত্যু হল তাঁর।

মৃত্যু হল মুম্বইয়ের চর্চিত শাহরুখ খানের ছেলে আরিয়ানের ক্রুজ মাদক মামলার সাক্ষীর। শুক্রবার আচমকাই প্রাণ হারালেন প্রভাকর সেইল। বয়স হয়েছিল ৩৭ বছর। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, চেম্বুরের মহুলে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন প্রভাকর। তাঁর দুই সন্তান রয়েছে। 

মাদক মামলায় আর এক সাক্ষী কেপি গোসাবির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রভাকর সেইল। গতবছর ৩ অক্টোবর প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। আরিয়ানের সঙ্গে একটি নিজস্বী তুলে ভাইরাল হয়েছিলেন গোসাবি। এমনকি আরিয়ানের হাত ধরে এনসিবি অফিসেও নিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। কীভাবে এনসিবি অফিসে তিনি হাজির হলেন সেনিয়ে প্রশ্ন তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তাঁকে গ্রেফতার করে পুণে পুলিশ। সেই সময় এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে গোসাবির টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সেইল। শুরু হয়েছিল তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য প্রভাকরকে ডেকেছিল এনসিবি-র ভিজিল্যান্স দল।

প্রভাকর সেইল দাবি করেছিলেন, ক্রুজ পার্টিতে এনসিবি-অভিযানের সময় গোসাভির সঙ্গেই ছিলেন। স্যাম নামে এক ব্যক্তির সঙ্গে ২৫ কোটি টাকার লেনদেন নিয়ে কথা হচ্ছিল গোসাবির। ১৮ কোটিতে রফা হয়। আসলে এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে ঘুষ দেওয়ার কথাও বলেছিলেন গোসাবি। তাঁকে জোর করে নথিপত্রে ওয়াংখেড়ে সই করিয়েছিলেন বলেও আদালতে হলফনামা দিয়ে অভিযোগ করেছিলেন প্রভাকর। এমনকি তাঁর বড় ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করেছিলেন। আর এক সাক্ষী স্যাম ডি'সুজা পাল্টা অভিযোগ করেন, গোসাবি ও সেইল টাকা নিয়েছেন। গোটা ঘটনাটি এখনও তদন্তসাপেক্ষ।  

আরও পড়ুন

গতবছর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। মাদক মামলায় গ্রেফতার করা হয় বলিউডের কিং খানের (শাহরুখ খান) ছেলে আরিয়ান-সহ ২০জনকে। তবে আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। ৩০ অক্টোবর তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। এই মামলায় বর্তমানে দু'জন অভিযুক্ত জেল হেফাজতে রয়েছেন। বাকিরা জামিনে মুক্ত। পরে ওয়াংখেড়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি এনসিবি ছাড়েন।

Advertisement


Read more!
Advertisement
Advertisement