Advertisement

Zubeen Garg: 'জুবিনকে হয়তো জোর করে সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল', চাঞ্চল্যকর দাবি স্ত্রীর

Zubeen Garg: সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের। যদিও সিঙ্গাপুর পুলিশ ফোর্স ও সেখানকার একাধিক সংবাদপত্রের দাবি অনুযায়ী, জুবিনের মৃত্যু হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবে।

জুবিন গর্গ মৃত্যু রহস্যজুবিন গর্গ মৃত্যু রহস্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 12:29 PM IST
  • সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের।

সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের। যদিও সিঙ্গাপুর পুলিশ ফোর্স ও সেখানকার একাধিক সংবাদপত্রের দাবি অনুযায়ী, জুবিনের মৃত্যু হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবে। স্কুবা ডাইভিংয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। গায়কের মৃত্যু নিয়ে প্রতিদিনই কোনও না কোনও আপডেট সামনে আসছে। এবার গায়কের স্ত্রী গরিমা গর্গ জানালেন যে জুবিনকে জোর করেই সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। 

এক সাক্ষাৎকারে জুবিন গর্গের স্ত্রী গরিমা বলেন, সিঙ্গাপুরে পৌঁছে আমার সঙ্গে মেসেজে কথা হয়েছিল জুবিনের। ১৮ সেপ্টেম্বর আমি জুবিনের সঙ্গে শেষবারের মতো কথা বলি। কিন্তু জুবিন তথনও আমায় নৌকায় কোনও পার্টি হবে সেই কথা জানায়নি। জুবিনের স্ত্রী এও জানান যে তাঁর মনে হয়েছে হয়ত তাঁর স্বামী এই পার্টির বিষয়ে কিছুই জানতেন না। এছাড়াও তাঁর স্ত্রী দাবি করেছেন, জুবিনের মৃত্যুর আগের দিনও রাতে তাঁর সঙ্গে কথা হয়। তখন তিনি কোনও পিকনিকের পরিকল্পনার কথা স্ত্রী গরিমাকে জানাননি। তাই গরিমার মনে হচ্ছে হয়ত জুবিন এই পরিকল্পনার কথা কিছুই জানতেন না। 

গরিমা আরও বলেন যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে জুবিন গর্গ অন্য অনেকের সঙ্গে গান গাইছেন, খুব আনন্দ করেছেন। স্ত্রীর মনে হচ্ছে আগের দিন রাতে অত হুল্লোড় করার পর জুবিন হয়ত ক্লান্ত ছিলেন আর গায়ক ঘুমোতে খুবই ভালোবাসেন। সকালেই জুবিনের ঘুমানোর অভ্যাস ছিল বলে জানিয়েছেন গায়কের স্ত্রী। তিনি এও জানিয়েছেন যে পুরো সকালটা ঘুমিয়ে দুপুরে ও সন্ধ্যেতেই সব কাজ সারতেন জুবিন। গরিমা সাক্ষাৎকারে এও জানিয়েছেন যে জুবিনকে ভোরবেলা উঠিয়ে জোর করেই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ জুবিন আগের দিন রাতের পোশাকই পরেছিলেন। ১৯ সেপ্টেম্বর সকালেও গরিমার সঙ্গে জুবিনের কোনও কথা হয়নি। আর গায়কের স্ত্রীও তাঁকে ফোন করেননি এইভেবে যে হয়তো তিনি ঘুমোচ্ছেন। জুবিনের ঘুমের সময় পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব কেউই তাঁকে বিরক্ত করতেন না বলেই জানিয়েছেন স্ত্রী গরিমা।

Advertisement

ওই সাক্ষাৎকারে জুবিনের স্ত্রী গরিমা গর্গ  আশঙ্কা প্রকাশ করেছিলেন, গায়ক  ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে কি তাঁর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল? প্রশ্ন তোলেন তিনি। গরিমার ধোঁয়াশা এখনও কাটছে না। গত ১৯ সেপ্টেম্বর জুবিন গর্গ সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে যায় স্কুবা ডাইভিংয়ের জন্য। যেখানে তাঁকে জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই গায়কের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে। সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর পুলিশ দেহের ময়নাতদন্ত করে। সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতশিল্পীর মৃত্যুর নেপথ্যে কোনও রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টেও জলে ডুবে মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর।  

Read more!
Advertisement
Advertisement