Advertisement

Jaya Ahsan: 'বাবাই'-এর জন্য জয়া উনুনে চিকেন রাঁধলেন, VIDEO VIRAL

দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় জয়া আহসান। তাঁর অভিনয় থেকে সৌন্দর্য, সবটাই প্রশংসিত। এত জনপ্রিয়তা সত্ত্বেও জয়া সর্বদাই মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই জয়াকে দেখা যায় তাঁর বাংলাদেশের খামার বাড়িতে ছুটে যেতে।

জয়া আহসানজয়া আহসান
Aajtak Bangla
  • ঢাকা,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 11:50 AM IST
  • দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় জয়া আহসান।

দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় জয়া আহসান। তাঁর অভিনয় থেকে সৌন্দর্য, সবটাই প্রশংসিত। এত জনপ্রিয়তা সত্ত্বেও জয়া সর্বদাই মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই জয়াকে দেখা যায় তাঁর বাংলাদেশের খামার বাড়িতে ছুটে যেতে। যেখানে নায়িকা নিজের হাতে সবজি ফলিয়েছেন। আর সময় পেলেই জয়া সময় কাটাতে চলে যান তাঁর ফার্মহাউসে। সম্প্রতি জয়াকে দেখা গেল তাঁর গ্রামের বাড়িতে। ঠান্ডায় জবুথবু হয়ে মাটির উনুনে রান্না করছেন। 

এ রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও বেশ ঠান্ডা পড়েছে। আর জয়া আহসানকে দেখা গিয়েছে সবুজ রঙের গরম পোশাক পরেও ঠান্ডায় কাঁপছেন নায়িকা, হাতে ধরা দুধ চায়ের কাপ। এই ঠান্ডায় জয়া মাটির উনুনে রান্না করছেন চিকেন। কিন্তু কার জন্য জানেন? জয়ার পোস্ট করা ভিডিওতে নায়িকাকে বলতে শোনা গিয়েছে যে তিনি রান্নাবান্না করতে পারেন না, তবে এই চিকেন তিনি তৈরি করছেন তাঁর আদরের চারপেয়ের জন্য, যাকে তিনি ভালোবেসে বাবাই বলে ডাকছিলেন। 

এই ভিডিওতে জয়া এও জানিয়েছেন যে তাঁর গ্রামের বাড়ির সব জায়গাতেই এত ঠান্ডা যে তিনি এই রান্নাঘরেই সময় কাটাতে বেশি ভালোবাসছেন। এক উনুনে তরকারি, আরও এক উনুনে মাংস বসিয়েছিলেন। নিজেই কাঠ দিয়ে উনুন জ্বালান। পদ্মাপারের নায়িকা জানিয়েছেন যে মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদ খুব ভাল হয়।  দুধ চা খেতে খেতেই জয়া এও জানিয়েছেন যে তাঁর বাড়িতে গরুর মাংস রান্না হবে। কিন্তু তিনি এই মাংস খান না বলেই জানান। ঠান্ডায় এদিন অভিনেত্রীকে মোটা জ্যাকেট, টুপির পাশাপাশি ট্র্যাক প্যান্ট মোজা পরে আগুনের সামনে বসে রান্না করতে করতে আগুন পোহাতে দেখা যায়। অভিনেত্রীর এই পোস্টে অনেকেই জানিয়েছেন মাটির উনুনে রান্না করলে সত্যিই তার স্বাদ দুর্দান্ত হয়।

জয়া একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি অভিনয়ের চেয়ে বেশি চাষ করতেই বেশি ভালোবাসেন। গাছপালার প্রতি তাঁর অগাধ টান। আর যে কারণে নিজের হাতে সবজি, ফল এইসব ফলান তিনি। মাঝে মধ্যেই জয়াকে দেখা যায় নিজের খামার বাড়িতে, সেখান থেকে ছোট ছোট ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। জয়া আহসানকে দর্শক শেষবার পুতুলনাচের ইতিকথা ছবিতে দেখেছেন। ২০২৫ সালের অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল সেই ছবি। যেখানে জয়ার অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। এছাড়াও তাঁকে গত বছর ডিয়ার মা ছবিতেও দেখা গিয়েছিল। আগামীতে তাঁর হাতে রয়েছে আজও অর্ধাঙ্গিনী ছবি। এছাড়াও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement