Advertisement

Jeetu-Ditipriya: দিতিপ্রিয়ার সঙ্গে WhatsApp-এ কী কথা জিতুর? চ্যাট ফাঁস করে নতুন বিতর্ক

Jeetu-Ditipriya: ছোটপর্দায় দিতিপ্রিয়া ও জিতু কমলের রোম্যান্স দেখতে দর্শকেরা অভ্যস্ত হলেও বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই অন্য। সোমবার থেকেই জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে চলছে ঠান্ডা লড়াই। দিতিপ্রিয়ার পক্ষ থেকে তাঁর সহ-অভিনেতা জিতুর বিরুদ্ধে এসেছে একের পর এক অভিযোগ।

জিতু-দিতিপ্রিয়ার চ্যাট ফাঁসজিতু-দিতিপ্রিয়ার চ্যাট ফাঁস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2025,
  • अपडेटेड 10:55 AM IST
  • ছোটপর্দায় দিতিপ্রিয়া ও জিতু কমলের রোম্যান্স দেখতে দর্শকেরা অভ্যস্ত হলেও বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই অন্য।

ছোটপর্দায় দিতিপ্রিয়া ও জিতু কমলের রোম্যান্স দেখতে দর্শকেরা অভ্যস্ত হলেও বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই অন্য। সোমবার থেকেই জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে চলছে ঠান্ডা লড়াই। দিতিপ্রিয়ার পক্ষ থেকে তাঁর সহ-অভিনেতা জিতুর বিরুদ্ধে এসেছে একের পর এক অভিযোগ। দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ করার অভিযোগও উঠেছে। এই নিয়ে টলিপাড়ার নায়ক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও তাঁর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিছুই লেখালেখি করেননি। কিন্তু জল মাথার ওপর গড়াতেই অভিনেতা নিজেকে বাঁচাতে দিতিপ্রিয়া ও তাঁর হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস করে দিলেন। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

মঙ্গলবার জিতু সোশ্যাল মিডিয়ায় একের পর এক হোয়াটসঅ্যাপ চ্যাটেন স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে ছোটপর্দার অপর্ণার সঙ্গে তাঁর কথোপকথন স্পষ্ট। যেখানে দিতিপ্রিয়া ও জিতু কমলের হালকা মজা-ঠাট্টা থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই দিয়ে করা তাঁদের কিসিং ছবি নিয়ে কথাবার্তা, দিতিপ্রিয়া প্রেগন্যান্ট কিনা, এ ধরনের সব কথাই রয়েছে সেখানে। তবে অবাক করা বিষয় হল, দিতিপ্রিয়া সেই সময় হোয়াটসঅ্যাপ চ্যাটে কোনও আপত্তি দেখাননি, বরং তিনিও জিতুর সঙ্গে হওয়া গোটা কথোপকথন খুবই হালকাভাবেই নিয়েছেন। কিন্তু হঠাৎ করে সোমবার দিতিপ্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় জিতুর নাম না করে একের পর এক অভিযোগ এনে পোস্ট করেন। 

মঙ্গলবার সন্ধেতে জিতু এই চ্যাটের স্ক্রিনশট দিয়ে দীর্ঘ পোস্ট লেখেন। তিনি বলেন, ‘নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনরকম মতামত দিই না। কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা। ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম? কারণ একটা ছোট্ট মেয়ে,বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে,সে নিজেও হয়তো জানেনা যা করেছে সেটা কতটা গভীর। জিতু এই পোস্টেই বলেন যে তিনি দিতিপ্রিয়ার সঙ্গে সামনা সামনি কথা বলেন না। এমনকী শ্যুটিং সেটেও কাজ ছাড়া অন্য বিষয় নিয়ে অহেতুক চর্চা তাঁর পছন্দ নয়। দিতিপ্রিয়ার সঙ্গে তিনি হোয়াটসঅ্যাপেই কথা বলেন। জিতু বলেন, আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।

Advertisement

জিতু দিতিপ্রিয়ার ফোন নম্বর ঝাপসা করে সব চ্যাট শেয়ার করেন। অভিনেতা বলেন, সর্বশেষে বলি,’ভিকটিম কার্ড’ খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোনও দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। শেষে জিতু দিতিপ্রিয়ার প্রেমিকের উদ্দেশ্যে বলেন যে ছোটপর্দার অপর্ণা তাঁর প্রেমিকের জন্য জীবনটুকু দিতে পারে। তাই প্রেমিক মহাশয় যেন তাঁর যত্ন নেন।   

Read more!
Advertisement
Advertisement