Advertisement

Saif Ali Khan Attack: এবার থেকে সইফের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন এই বাঙালি অভিনেতা, চেনেন?

Saif Ali Khan Attack: গত বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে। বাড়িতেই তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ।

সইফের নিরাপত্তার দায়িত্বে এই বাঙালি অভিনেতাসইফের নিরাপত্তার দায়িত্বে এই বাঙালি অভিনেতা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 8:05 PM IST
  • গত বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে।

গত বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে। বাড়িতেই তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়ি এলেন। তবে এবার অভিনেতার নিরাপত্তা বলয়ে ঘটে গেল বড়সড় বদল। পুরনো দেহরক্ষীদের হটিয়ে সইফের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল বাঙালি অভিনেতা রণিত রায়ের ওপর। ৫৯ বছরের অভিনেতার মুম্বইতে রয়েছে নিজস্ব সিকিউরিটি এজেন্সি। 

মঙ্গলবার রণিত সাংবাদিকদের জানান যে সইফের এই কঠিন সময়ে তিনি সবসময় অভিনেতার পাশে ছিলেন। রণিত রায় সইফের বাড়ির বাইরে সুরক্ষা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন। তবে এক সংবাদমাধ্যমকে বিবৃতি দিতে গিয়ে সইফের নিরাপত্তা সংক্রান্ত কোনও তথ্য দিতে চাননি রণিত। তিনি বলেন, আমরা সবসময়ই সইফের সঙ্গেই রয়েছি। তিনি ভাল আছেন এবং বাড়ি ফিরেছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সইফ ৫ দিন হাসপাতালে ছিলেন এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে দেখতে ছুটে এসেছিল রোজই। রানি মুখোপাধ্য়ায় থেকে সঞ্জয় দত্ত বাদ যাননি কেউই। নিয়মিত হাসপাতালে দেখা মিলেছে তাঁর স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খানের। এদিন হাসিমুখে বাড়ির সামনে দেখা মিলল সইফের। পুলিশি নিরাপত্তা বলয়ে মোড়া ছিলেন সইফ। হাতে চোটের চিহ্ন দেখা গেল। জিনস ও সাদা শার্টে রীতিমতো চকচক করলেন অভিনেতা। চোখে ছিল কালো ফ্রেমের চশমা। হাত জোড় করে অনুরাগীদের উদ্দেশ্য ধন্যবাদ জানান সইফ। এই ঘটনার পর সইফ ও করিনা দুজনেই পরিবারের নিরাপত্তা বাড়াতে চান এবং পরিবারের সদস্যরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সুরক্ষা ছাড়াও অতিরিক্ত ব্যবস্থা করবেন তাঁরা। 

সইফের ওপর হামলার এই ঘটনা তারকাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রবিবারই এই মামলার অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। একটি ইভেন্টে এই ঘটনা প্রসঙ্গে শাহিদ কাপুর বলেন যে তিনি রীতিমতো বিস্মিত যে সিফকে তাঁর নিজের বাড়িতেই আক্রান্ত হতে হয়েছে। সইফ এখন আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন এবং যতদিন না পুরোপুরি সেরে উঠছেন কাজে ফিরবেন না।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement