Advertisement

Anindita Bose: খোলা পিঠে ফ্লন্ট করছেন ট্যাটু, নেটপাড়া বুঁদ অনিন্দিতার বোল্ডনেসে

Anindita Bose: টলিপাড়ার চেনা মুখ অনিন্দিতা বোস। তাঁর পেশাগত জীবনের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়ে থাকে। টলিপাড়ায় চুটিয়ে কাজ করলেও অনিন্দিতা কিন্তু থাকেন মুম্বইতে। সেখানেই থিতু হয়েছেন তিনি। দুটো ব্যর্থ বিয়ে ও ব্রেক-আপের পর এখন আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন অনিন্দিতা।

খোলা পিঠে ট্যাটু ফ্লন্ট অনিন্দিতারখোলা পিঠে ট্যাটু ফ্লন্ট অনিন্দিতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 2:21 PM IST
  • টলিপাড়ার চেনা মুখ অনিন্দিতা বোস।

টলিপাড়ার চেনা মুখ অনিন্দিতা বোস। তাঁর পেশাগত জীবনের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়ে থাকে। টলিপাড়ায় চুটিয়ে কাজ করলেও অনিন্দিতা কিন্তু থাকেন মুম্বইতে। সেখানেই থিতু হয়েছেন তিনি। দুটো ব্যর্থ বিয়ে ও ব্রেক-আপের পর এখন আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন অনিন্দিতা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায়ই নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি অনিন্দিতা বসু তাঁর খোলা পিঠের ছবি পোস্ট করেন। তাঁর পিঠের ট্যাটুতে বুঁদ নেটপাড়া। 

অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন তাতে তাঁকে দেখা গিয়েছে অভিনেত্রীর কাছের বন্ধুদের সঙ্গে। অনিন্দিতা পরেছেন সাদা রঙের ড্রেস, উন্মুক্ত পিঠ। তামাটে পিঠে অনিন্দিতা ফ্লন্ট করছেন তাঁর ট্যাটু। অভিনেত্রীর খোলা পিঠ থেকে আপনি চোখ সরাতে পারবেন না। আসলে ১১ এপ্রিল, শুক্রবার ছিল অনিন্দিতার জন্মদিন। আর সেই উপলক্ষ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন তিনি। অনিন্দিতার এই পোস্টে সকলেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রসঙ্গত, অনিন্দিতার পিঠে, কোমরে ও হাতে রয়েছে ট্যাটু। প্রায়ই সেই ট্যাটুগুলি ফ্লন্ট করেন নায়িকা। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই জনপ্রিয় মুখ অনিন্দিতা । রবি ওঝার ‘বউ কথা কও’ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথ চলা। তারপর ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’তেও দারুণ পরিচিতি পান। এরপর ছোটপর্দা থেকে বড়পর্দা ও ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। ৩০ বছরের আগেই অনিন্দিতার তিনটে সম্পর্ক ভেঙেছে। অনিন্দিতার প্রথম স্বামী ছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। গৌরবের সঙ্গে ডিভোর্সের পর অনিন্দিতার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রাজ চক্রবর্তীর সহকারি-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০১৫ সালে অনিন্দিতা ও অভিমন্যু বিয়েও করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায়। 

এরপর গুটি মল্লার সিরিজে একসঙ্গে কাজ করেন সৌরভ ও অনিন্দিতা। সেই অনস্ক্রিন হিরো ‘মল্লার’ ওরফে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জমিয়ে লিভ-ইন করতে শুরু করেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এখন নিজের মতো করে জীবন কাটাতে চান অনিন্দিতা। কলকাতা ছেড়েছেন অনেকদিন আগেই তবে যাতায়াত রয়েছে। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করেছেন। আপাতত নিজের আঁকা ছবি টি-শার্টে প্রিন্ট করে অনলাইনে বিক্রি করছেন অনিন্দিতা। তাঁর গ্রাহক তালিকায় তাক লাগানো। রয়েছেন শুভশ্রী-সহ ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই। লজ্জা ২-তে অনিন্দিতা বোসকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement