Advertisement

Devlina Kumar: বাবা TMC নেতা, তাতে কী? দেবলীনা যে কোনও সরকারের তৈরি তীর্থে যেতেই রাজি

Devlina Kumar: বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ দেবলীনা কুমার। হাসিখুশি, ছটফটে, মিশুকে। নিয়মিত শরীরচর্চা করেন, নাচ তাঁর ভালোবাসা। অভিনেত্রীর চেয়ে দেবলীনা এই ভাবমূর্তিতেঅ বেশি জনপ্রিয়। বিয়ে হয়েছে উত্তম কুমারের পরিবারে। গৌরবের সঙ্গে তাঁর বিবাহিত জীবন দারুণ সুখের।

দেবলীনা কুমারদেবলীনা কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ দেবলীনা কুমার।

বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ দেবলীনা কুমার। হাসিখুশি, ছটফটে, মিশুকে। নিয়মিত শরীরচর্চা করেন, নাচ তাঁর ভালোবাসা। অভিনেত্রীর চেয়ে দেবলীনা এই ভাবমূর্তিতেঅ বেশি জনপ্রিয়। বিয়ে হয়েছে উত্তম কুমারের পরিবারে। গৌরবের সঙ্গে তাঁর বিবাহিত জীবন দারুণ সুখের। দেবলীনা একেবারে নিজের মতোই জীবন কাটাতে ভালোবাসেন। আর এরই মাঝে অভিনেত্রী জানালেন তিনি কতটা আধ্যাত্মিক মানুষ। 

সম্প্রতি এক পডকাস্টে এসে দেবাশিষ কুমারের কন্যা জানালেন যে তিনি প্রচণ্ড আধ্যাত্মিকতায় বিশ্বাসী। দেবলীনা বলেন, আমি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনেও গিয়েছলাম। আমি প্রতি বছর পুরীতে যাই, আমি বছরে কমপক্ষে ৪-৫টা উপোস করি। আমার বাড়িতে একটা মন্দির আছে। অভিনেত্রী আরও বলেন, যখনই আমার মনে হয় এখানে গেলে আমি আমার মতো করে পুণ্যলাভ করতে পারব, সেটা কোন সরকার করেছে আমার তাতে কিছু আসে যায় না, সেখানে আমি চলে যাই। দেবলীনাকে এর আগেও দেখা গিয়েছে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজোর যাবতীয় কাজকর্ম করতে। স্বামী গৌরবের সঙ্গে তিনিও লক্ষ্মীর আরাধনায় বসেন। 

দেবলীনার নাচের স্কুল, নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজো একাই সামলে থাকেন। এই বছর মহাকুম্ভেও মা-বাবার সঙ্গে পুণ্যস্নান সেরে এসেছেন দেবলীনা। রাবরই তিনি আধ্যাত্মিক মানুষ। তাই হাতে সময় কম থাকলেও, পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। এই জীবনে এই সুযোগ পাবেন না, তাই মহাকুম্ভের স্নান থেকে বিরত রাখতে পারেননি নিজেকে। একদিনের মধ্যে প্রয়াগরাজে গিয়ে আবার সেদিনই কলকাতায় ফিরে আসেন দেবলীনা। তাই তিনি কতটা ঈশ্বরে ভক্তি রাখেন তা বোঝাই যাচ্ছে। 

আরও পড়ুন

ইন্ডাস্ট্রিতে ফিটনেস ফ্রিকার বলেই পরিচিত দেবলীনা। তাঁর জিমের ওয়ার্কআউটের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শাড়ি পরে জিম করার নজির টলিউডে একমাত্র দেবলীনারই রয়েছে। কঠোর শরীরচর্চা করলেও ডায়েটে তিনি ভাত-মাটন খান প্রায়ই। খেতে ভীষণ ভালবাসেন। তাই সব খাবারই খান, তবে পরিমিত। অভিনয়, নাচ, অধ্যাপনা, সংসার সবটাই করছেন চুটিয়ে। আর তাঁকে এইসবের শক্তি জোগান দেবলীনার ভেতরকার আধ্যাত্মিক মানসিকতা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement