Advertisement

Idhika Paul: ইধিকা এবার দুর্গার ভূমিকায়, দেবের 'কিশোরী'কে কোন চ্যানেলে দেখা যাবে?

Idhika Paul: আর কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের শেষ নেই। ইতিমধ্যেই স্টার জলসায় মা দুর্গারূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। তারই মাঝে শোনা যাচ্ছিল যে এবার কোনও একটি চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ইধিকা পালকে।

ইধিকা পাল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামইধিকা পাল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 11:35 AM IST
  • এবার কোনও একটি চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ইধিকা পালকে।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই পুজোর কাঠি পড়বে ঢাকে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে মাতৃপক্ষের বন্দনা। পাড়ায় পাড়ায় চলছে পুজোর প্রস্তুতি। আর এরই মাঝে বাঙালি দিন গোনা শুরু করে দিয়েছে মহালায়ার। মহালয়ার দিন রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চেনা গলায় মহিষারসুরমর্দিনী যেমন আছে, তেমনি গত বেশ কয়েক বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে চ্যানেলে চ্যানেলে হওয়া মহালয়ার অনুষ্ঠান। আর কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের শেষ নেই। ইতিমধ্যেই স্টার জলসায় মা দুর্গারূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। তারই মাঝে শোনা যাচ্ছিল যে এবার কোনও একটি চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ইধিকা পালকে। 

এক সংবাদমাধ্যমের কাছে ইধিকা এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। এক অসমর্থিত সূত্রের খবর এই বছর জি বাংলার মহালয়ায় ইধিকাকে দেখা যাবে মাতৃরূপে। যদিও এখনও চ্যানেলের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। সমবাদমাধ্যমের কাছে ইধিকা এ প্রসঙ্গে বলেছেন যে বহু চরিত্রে অভিনয় করেছেন তিনি, তবে এই প্রথমবার দুর্গারূপে তাঁকে দেখা যাবে। অনুভূতি একেবরেই অন্যরকম। ইধিকার দুর্গারূপের সেই লুকসও সামনে এসেছে। এক ঢাল লম্বা চুল, হালকা কমলা রঙের শাড়ি আর গা ভর্তি গয়না। ইধিকা জানিয়েছেন যে ইধিকার এই লুকস ক্রিয়েট করতে প্রায় ৫ ঘণ্টার মতো সময় লেগেছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ইধিকা জানিয়েছেন তাঁর ছোট থেকেই মা দুর্গার প্রতি একটা অদ্ভুত টান ছিল। তাঁর ইধিকা নামটিও কিন্তু মা দুর্গারই আর এক নাম। প্রায় প্রতি বছর জি বাংলায় শুভশ্রীকেই মহিষাসুরমর্দিনী রূপে দেখা যায়। তবে এই বছর শুভশ্রী নন, বরং প্রথমবার ইধিকাকে দেখা যাবে এই রূপে। জি বাংলা এমনিতেও ইধিকার পরিবার। এই চ্যানেলের একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে অভিনয় করতে। গত বছর খাদান ছবিতে দেবের বিপরীতে ইধিকা অভিনয় করে গোটা বাংলার মন জয় করে নিয়েছেন। তিনি এখন কিশোরী গার্ল বলেই বেশি পরিচিত। ইধিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর তিনি 'কপালকুণ্ডলা', 'বেদের মেয়ে জ্যোৎস্না', ‘রিমলি’ এবং 'পিলু' ধারাবাহিকে কাজ করেন।

Advertisement

২০২২ সালের পর, ২০২৪ সালে ফের দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। কোয়েল মল্লিকের পর, বাংলায় দুর্গা হিসেবে সবচেয়ে জনপ্রিয় শুভশ্রীই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দুর্গারূপে প্রথমবার ইধিকা পালকে দেখা যাবে, তিনি দর্শকের মনে কতটা জায়গা করতে পারবেন, এখন সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement